সময় নেই, জানি। ঈদে হাজার কাজ। এর মাঝেও ইচ্ছে হতে পারে একটু সাজার।
ব্যস্ততার সারা দিনে অল্প সময়ে সেজে নেওয়ার চেষ্টা থাকে কোরবানির ঈদে। নো মেকআপ-মেকআপ এদিনে আপনার সঙ্গী হতে পারে।
প্রথমেই তৈরি করতে হবে মেকআপ বেইস। ফেস্টিভ ভাইভ নিয়ে আসতে দরকার হবে এক পার্ট অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম আর তার সঙ্গে এক পার্ট লিক্যুইড ব্রোঞ্জার। এই দুই মিলে স্কিনে ব্রোঞ্জ বেইস তৈরি।
এবার কনসিলার। আন্ডার আইতে কনসিলার ঢেকে দিতে পারে আগের দিনের ক্লান্তির ছাপ। অ্যাপ্লাই করার পরে অন্তত ২০ সেকেন্ড রেখে দিলে কনসিল্ড হবে সুন্দর করে। নয়তো ব্লেন্ডিংয়ে স্প্রেড হবে।
এরপরে একটি ব্লাশের ছোঁয়া উৎসবের উজ্জ্বলতায় উদ্ভাসিত হবে নো মেকআপ-মেকআপ। ফুশিয়া শেড ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টে র বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়ে খেয়াল রাখুন ব্রেক আউট, কিংবা ইরিটেশন হয় কি না। এই বিষয় দুটি নিশ্চিত হয়ে তবেই ব্যবহার করুন।
লিপস্টিকের ক্ষেত্রে আপনি যদি খুব একটা ম্যাচি-ম্যাচি ধরনের না হয়ে থাকেন তাহলে যে শেডে আপনার নিজেকে দেখতে ভালো লাগে, তাই হোক সঙ্গী। ম্যাট ফিনিশিং বেছে নিতে পারেন। প্রিয় লিপস্টিক আর লিপ-লাইনারেই শেষ করতে পারবেন ঠোঁটের সাজ।
আইল্যাশ ব্যবহার করতে চাইলে সব শেষে বসিয়ে নিন আঁখি পল্লবে। মাশকারার ক্ষেত্রেও তাই। ব্যস! মেকআপ ডান!
- সারাহ্/ ক্যানভাস অনলাইন