skip to Main Content
এআই সক্ষমতায় ভর করে নতুন যুগে টেকনো

বাংলাদেশের বাজারে টেকনোর পথচলা শুরু ২০১৭ সালে। কয়েক বছরের মধ্যে নিজেদের সক্ষমতা জানান দিতে পেরেছে ব্র্যান্ডটি। সম্প্রতি, কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নতুন পরিকল্পনা ও প্রোডাক্টের ঘোষণা দিয়েছে টেকনো; মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে আইএফসি পর্যন্ত সাড়া ফেলেছে নেক্সট জেনারেশন প্রোডাক্ট। এসব ইভেন্টে ডায়নামিক ১ রোবোটিক ডগ, পকেট গো এআর গেমিং সিস্টেম, এআই গ্লাসেস সিরিজ, টেকনো মেগাবুক ল্যাপটপ এবং বিশ্বের সবচেয়ে পাতলা স্পার্ক স্লিম স্মার্টফোনের মতো ভবিষ্যত উদ্ভাবন দর্শকদের মুগ্ধ করেছে। একই লাইনআপ এবার দেশের বাজারে নিয়ে আসছে গ্রাহক অভিজ্ঞতার জন্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেন্টারপয়েন্ট শপিং মলে টেকনো ব্র্যান্ডের সাউথ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধনের মাধ্যমে বিশ্বব্যাপী সমাদৃত অত্যাধুনিক উদ্ভাবন বাংলাদেশে শো করতে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতি সত্ত্বেও, টেকনো ব্যবহারকারীদের জীবনযাত্রার সবচেয়ে প্রয়োজনীয় উদ্ভাবন স্মার্টফোনকে ভুলে যায়নি। নতুন ক্যামন ৪০ সিরিজে রয়েছে দুর্দান্ত এআই ফিচার। এই সিরিজের এআই ফিচারের সাহায্যে প্রতিদিনের কাজ করা এখন আরও সহজ। ফলে, স্মার্টফোন হয়ে উঠেছে আপনার অন-দ্য-গো অ্যাসিস্ট্যান্ট।

আগামী শুক্রবার (৩০ মে ২০২৫), ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত সেন্টারপয়েন্ট শপিং মলে, সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধনের মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে টেকনো। এই জমকালো লঞ্চ ইভেন্টে অংশগ্রহণ করবেন হাবিব ওয়াহিদ, জেফার, মিনার রহমানসহ জনপ্রিয় অনেক শিল্পী। এই উদযাপনে নতুন মাত্রা যোগ করতে লাইভ পারফরম্যান্সের পাশাপাশি একটি স্টাইলিশ ফ্যাশন শো আয়োজন করা হবে।

এই স্টোর শুধু একটি রিটেইল শপের চেয়ে বেশি কিছু; ব্র্যান্ড হিসেবে টেকনো কতদূর এগিয়েছে এবং ভবিষ্যতে অগ্রগতি সাধনের মাধ্যমে এই ব্র্যান্ড কোথায় পৌঁছাবে– তারই প্রতিফলন ঘটাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

সারা বিশ্ব প্রতিনিয়ত অটোমেশন ও এআই-এর ওপর নির্ভরশীল হচ্ছে। প্রতিনিয়ত আসছে নতুন নতুন ট্রেন্ড। টেকনো এই ট্রেন্ড অনুসরণ করছে না; বরং উদ্ভাবনের মাধ্যমে নতুন ট্রেন্ড সেট করছে। ব্যবহারকারীরা যেন এই নতুন যুগের নেতৃত্বে থাকেন, সেটি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: টেকনো’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top