শার্ট আর কুর্তা– দুটোই এ দেশে দারুণ পরিচিত। নিত্যদিনের পোশাকে শার্ট আর উৎসব-দাওয়াতে কুর্তা অনেক ছেলেরই প্রথম পছন্দ। সেই শার্ট আর কুর্তার সম্মিলনে নতুন এক পোশাক বাজারে এনেছে বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড ওটু।
মূলত ব্র্যান্ডটির ব্রাইডাল কালেকশনের অন্তর্ভুক্ত এই পোশাক। কালার প্যালেট থেকে প্যাস্টেলকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে এই সংগ্রহ। এম্বলিশমেন্টে জমকালো জারদৌসির উপস্থাপন।
আমাদের দেশে শীতকালকে ঘিরে আয়োজিত হয় বেশির ভাগ বিয়ে। ছেলেদের পোশাক নিয়ে সেখানে নিরীক্ষার পরিমান তুলনামূলক কম থাকে। ওটু চিরায়ত ধারাকে সঙ্গে রেখে ফিউশনধর্মী এই পোশাক তৈরি করেছে।
তাপমাত্রার নিম্নমুখীর সময়টাতে বিয়ের উৎসবে পরা যাবে স্বস্তির সঙ্গে। সৃজনশীল নকশা আর সাবলীল প্যাটার্নের যুগপৎ এই আনকোরা পোশাক এ বছর বেশ জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা যায়। এখনকার সময়ে বিয়ের পিঁড়িতে বসছেন যারা, সেই মিলেনিয়াল আর জেনারেশন জেডদের ড্রেস সেন্সে অতিরঞ্জনকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। বরং সরল নকশাতেই তাদের আগ্রহ। ওটুর লেটেস্ট কালেকশন শার্ক তাদেরকে আকর্ষণ করার সম্ভাবনা রয়েছে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: ওটু’র সৌজন্যে