ঢাকার ঐতিহ্যবাহী এলাকা ওয়ারীতে গ্রান্ড স্টোর উদ্বোধন করল দেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) এম. আর. খান টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে এক বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে নতুন এই স্টোরের যাত্রা শুরু হয়। উদ্বোধনী দিনটি ঘিরে ছিল সাজসজ্জা, অতিথিদের উপস্থিতি, নতুন উইন্টার কালেকশন ও বিশেষ অফারের মাধ্যমে এক পূর্ণাঙ্গ ফ্যাশন সেলিব্রেশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস, রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান, ব্র্যান্ডের ডিজাইনার, ঊর্ধ্বতন কর্মকর্তা, লয়্যাল গ্রাহক, মিডিয়া প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা।

ঢাকার অন্যতম প্রাচীন এলাকা ওয়ারীর সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে উদ্বোধনী আয়োজনেও ছিল ভিন্নতা। ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে ব্রান্ডিং ও উদ্বোধনী আয়োজনের মাধ্যমে ওয়ারীর ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে যাত্রা শুরু করেছে এই স্টোর, যা উপস্থিত অতিথি ও স্থানীয় ক্রেতাদের মাঝে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

মন্নুজান নার্গিস বলেন, ‘ওয়ারী শুধু একটি এলাকা নয়, এটি ঢাকার ইতিহাস ও সংস্কৃতির একটি জীবন্ত অংশ। লা রিভের একটি স্টোর এখানে আগেও ছিল। সেই অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, ওয়ারীর মানুষ ফ্যাশন বোঝেন, স্টাইল বোঝেন, ফ্যাশন মৌসুমের নতুন ট্রেন্ডের প্রতিও তাদের আগ্রহ অনেক বেশি। সেই কারণেই এত বড় পরিসরে এখানেই লা রিভের ২৭তম স্টোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চেয়েছি, ওয়ারীর ঐতিহ্যের সঙ্গে আধুনিক ফ্যাশনের একটি সুন্দর সংযোগ তৈরি হোক।’
- সারাহ্/ক্যানভাস অনলাইন
ছবি: লা রিভ-এর সৌজন্যে

