আজকাল কনসার্ট আয়োজন হচ্ছে হরদম। বলা যায়, প্রতি সপ্তাহেই। তবে,ওপেন এয়ার ইভেন্টের চেয়ে ইনডোরে দেখা যাচ্ছে বেশি আয়োজন।
কনসার্টের অডিয়েন্সের মধ্যে তরুণদের সংখ্যা বেশি। সংগীতের মূর্ছনায় হারিয়ে যাওয়ার আয়োজনে পোশাক কী হতে পারে, সে বিষয়ে থাকছে কয়েকটি পরামর্শ।
কনসার্ট মানে প্রিয় শিল্পী বা গ্রুপের সঙ্গে তালে তালে উচ্ছ্বাস। প্রচুর এনার্জি দরকার এই ইভেন্ট উপভোগের জন্যে। দীর্ঘ সময় শ্রোতা এখানে গান শোনেন, পারফরম্যান্স দেখেন, নিজেও ইভেন্টির অংশ হয়ে মাথা দোলান। কেউ কেউ নাচেন। আরামদায়ক পোশাক তাই এখানে স্বস্তিতে উপভোগে সাহায্য করবে।
অনেক রকার ফ্যানকে দেখা যায় জ্যাকেট পরতে। এ ক্ষেত্রে ফেব্রিক যেন হালকা হয়, সেদিকে নজর রাখা চাই। লেয়ারিং করা যেতে পারে। এতে যেমন ফ্যাশনাবেল লাগবে, তেমনি ভ্যাপসা গরম বেশি অনুভূত হলে খুলে ফেলাও যাবে।
মিডি ড্রেস, ম্যাক্সি ড্রেস, টুইনিক এই তালিকায় রাখা যায়। এর বাইরে লুজ কার্গো প্যান্টের সঙ্গে পেয়ার-আপ করতে পারেন ক্রপ টপ অথবা ফিটিং টিশার্ট।
দীর্ঘক্ষণ কনসার্টে থাকলে পা ব্যথা করতে পারে। যেহেতু সেখানে দাঁড়িয়ে থাকা হয় বেশির ভাগ সময়। পা ঢাকতে আরামদায়ক জুতা বেছে নিলে ভালো। এ ক্ষেত্রে বুট হতে পারে সমাধান। স্টিলেটো হিলে বিগ নো। ফ্লাট হিলের জুতাও পরা যেতে পারে।
মেকআপে মিনিমাল থাকতে পারেন। অলংকারেও অতিরঞ্জন না হোক।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন