skip to Main Content
কনসার্ট আপডেট: লেট’স ভাইব উইদ অনি হাসান ফিট অল স্টারস

চলতি বছরের সবচেয়ে বর্ণিল কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (১৮ জুলাই ২০২৫)। “লেট’স ভাইব উইদ অনি হাসান ফিট অল স্টারস” শিরোনামে। ঢাকা ব্রডকাস্টের উদ্যোগে। এই কনসার্টে দারুণ সব লাইনআপে মেতে উঠবে বাংলার তরুণ সমাজ।

“লেট’স ভাইব উইদ অনি হাসান ফিট অল স্টারস” একটি অন্যরকম মিউজিক ইভেন্ট, যেখানে সংগীতের শক্তিতে সবাই একত্রিত হবে। এই কনসার্টের মূল আকর্ষণ দেশের অন্যতম সেরা গিটারিস্ট ও কম্পোজার অনি হাসানের সঙ্গে দুর্দান্ত সব পারফমারের পারফরমেন্স। বলে রাখা ভালো, চলতি বছর প্রথমবার মতো বাংলাদেশে পারফর্ম করবেন অনি হাসান। এই ইভেন্টে তার সঙ্গে লাইভ পারফরর্ম করবেন মিজান রহমান, জুবায়ের হাসান (ইন্দালো), রায়েফ আল হাসান রাফা, জামশেদ চৌধুরীসহ দেশের স্বনামধন্য ও প্রতিশ্রুতিশীল রকস্টাররা।

বলে রাখা ভালো, দীর্ঘ ১০ বছর পর, ২০২৪ সালের ১০ মে দেশের মঞ্চে উঠেছিলেন তিনি। সেদিন আইসিসিবি এক্সপো জোনে হাজার হাজার দর্শক যেন আকুল চিত্তে অপেক্ষায় ছিলেন গিটার হাতে তার পারফর্ম উপভোগের জন্য। এবার তেমন কিছুরই আশা করছেন আয়োজক ও দর্শকেরা।

 

ইভেন্টটি অনুষ্ঠিত হবে আলোকি কনভেনশন সেন্টারে; যেখানে থাকবে অসাধারণ সাউন্ড ও লাইটিং সিস্টেম। বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। টিকিট সংগ্রহ করতে পারেন tickify.live ওয়েবসাইটে; শিক্ষার্থীদের জন্য আর্লি বার্ড টিকিট ৮০০ টাকা, সাধারণ আর্লি বার্ড টিকিট ১ হাজার টাকা এবং মাস্টারক্লাস ও কনসার্ট (কম্বো টিকিট) আড়াই হাজার টাকা। বিকেল থেকে শুরু হবে মাস্টারক্লাস, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। এরপর সন্ধ্যায় শুরু হবে মূল কনসার্ট, যা চলবে রাত ১০টা পর্যন্ত।

বিস্তারিত তথ্যের জন্যে ভিজিট করা যেতে পারে ঢাকা ব্রডকাস্টের অফিশিয়াল ফেসবুক পেজে।

  • ফুয়াদ/ ক্যানভাস অনলাইন
    ছবি: ক্যানভাস ও সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top