কার্ডিগান। আমাদের খুব পরিচিত উলেন আউটারওয়্যার। ফ্রন্ট সাইডে খোলা ফিমেল উইন্টারওয়্যার। শিশু থেকে শুরু করে শেষ বয়স অবধি অনেকেই এই পোশাক পরতে পছন্দ করেন।
বেসিক ডিজাইনের কার্ডিগানের জনপ্রিয়তা তখনো ছিল, এখনো আছে। এক রং উলে বোনা, রং মিলান্তি বোতাম আর তার সঙ্গে ছোট ফুলের নকশা। মোলায়েম সৌন্দর্যের নান্দনিক প্রকাশ।
ফিমেল উইন্টারওয়্যার কার্ডিগান এবারও থাকবে ফ্যাশনে। আসি-আসির দীর্ঘ যাত্রা শেষে শীত ইতোমধ্যে জায়গা করে নিয়েছে শহরে। শিশির ভেজা শহর এখনই কেমন হিম-হিম! হালকা ওজনের কার্ডিগান লেয়ারিং করে নিতে পারেন পোশাকে। তিন ডিজাইনের কার্ডিগান এবারে জনপ্রিয়তার শিখর স্পর্শ করবে।
ক্রপড ভি নেক কার্ডিগান
কোমরের উপরের অংশ পর্যন্ত লেন্থ সম্পন্ন ভি শেপ নেকলাইনের কার্ডিগান পরতে পারেন। তিন থেকে চারটি বড় আকারের বোতাম থাকতে পারে সামনের অংশে। প্রাণীর শিং অথবা কাঠ দিয়ে তৈরি বাটন দেখা যায়। বুননশৈলীতে অনন্য হয়ে থাকে একেকটি নকশা।
দ্য বয়ফ্রেন্ড কার্ডিগান
ওভারসাইজড। নেক লাইন ব্যান্ডেড ভি নেক। একসময় পরচিত ছিল গ্র্যান্ড পা কার্ডিগান নামে। বোতামগুলো বড়সর হয়ে থাকে। পোশাকের মূল রঙের সঙ্গে মিলিয়ে রং বেছে নেওয়া হয় অনেক সময়ে। পকেট যোগ হয় কিছু কিছু ডিজাইনে।
দ্য সুয়েটার জ্যাকেট
একই সঙ্গে দুই সুয়েটারের গল্প জমবে বেশ। ইনারে একটি সুয়েটার, আবার লেয়ারিংয়ে অন্যটি। এভাবে দুটি চেম্বারের একটি কার্ডিগান। নাম, দ্য সুয়েটার জ্যাকেট অথবা লেডি জ্যাকেট। কালার প্যালেটের বিচিত্রতার প্রকটতা পূর্ণ। কখনো উজ্জ্বল রং, কখনোবা ডাল কিংবা প্যাস্টেল। সোনালি বোতামের ব্যবহার। দেখা যায় ফ্রন্ট লাইনে এবং পকেটে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন