ধানমন্ডির আনাম র্যাগস প্লাজায় যাত্রা করলো কায়ারা-দ্য মাল্টি ব্র্যান্ড স্টোর। ৩ আগস্ট সন্ধ্যায় ফ্যাশন হাউজটির উদ্বোধন করেন জাসদের সহসভাপতি আফরোজা হক রিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন কায়ারার স্বত্বাধিকারী আইরিন হক আইভি, মডেল টুম্পা, রুমাসহ অনেকে। উল্লেখ্য, ২০১৬ সালে ১৫ জন নারী উদ্যোক্তাকে নিয়ে বনানীতে যাত্রা শুরু করে কায়ারা-দ্য মাল্টি ব্র্যান্ড স্টোর। এরই ধারাবাহিকতায় নতুন আরও ২০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে সাজানো হয়েছে ফ্যাশন হাউজটির দ্বিতীয় আউটলেট। যেখানে কায়ারার সঙ্গে যুক্ত হয়েছে হুর বাই সৌমিন আফরিন, আর বাই রুমা, পাএসএ, নাবিলা কিবরিয়া, আবেয়া ফ্যাশন বাংলাদেশ, ফ্যাশন ক্রিয়েশন, ডিজায়ার বাই আফি, টাইরা, স্টাইল মি, এটায়ারা বাই রেহনুমা, জেবিন্স, ভোগ ক্যাসিটা বাই হিমা আফরিন, স্পার্কলে ট্রেন্ডা থ্রেডস, তিতলি দ্য বাটারফ্লাই, আরসি, চেরিস, গার্লস ক্লোসেট, ওমেন্স ড্রেসিডেল এবং রোজ বেলা।
Related Projects
করোনা মোকাবেলায় বাংলাদেশকে আর্থিক সহায়তার অঙ্গীকার দিয়েছে ইউনিলিভার
- April 12, 2020
নভেল করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে…
আর্কা ফ্যাশন উইক: আসছে দ্বিতীয় আসর
- May 12, 2024
আর্কা ফ্যাশন উইকের মূল উদ্দেশ্য পোশাক রপ্তানিকারক থেকে ফ্যাশন রপ্তানিকারক দেশে বাংলাদেশের উন্নীত হওয়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করা। পাশাপাশি আমাদের সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে বাংলাদেশি ব্র্যান্ড ও রিটেইল লেবেলগুলোর সাফল্যে অবদান রাখা

