ধানমন্ডির আনাম র্যাগস প্লাজায় যাত্রা করলো কায়ারা-দ্য মাল্টি ব্র্যান্ড স্টোর। ৩ আগস্ট সন্ধ্যায় ফ্যাশন হাউজটির উদ্বোধন করেন জাসদের সহসভাপতি আফরোজা হক রিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন কায়ারার স্বত্বাধিকারী আইরিন হক আইভি, মডেল টুম্পা, রুমাসহ অনেকে। উল্লেখ্য, ২০১৬ সালে ১৫ জন নারী উদ্যোক্তাকে নিয়ে বনানীতে যাত্রা শুরু করে কায়ারা-দ্য মাল্টি ব্র্যান্ড স্টোর। এরই ধারাবাহিকতায় নতুন আরও ২০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে সাজানো হয়েছে ফ্যাশন হাউজটির দ্বিতীয় আউটলেট। যেখানে কায়ারার সঙ্গে যুক্ত হয়েছে হুর বাই সৌমিন আফরিন, আর বাই রুমা, পাএসএ, নাবিলা কিবরিয়া, আবেয়া ফ্যাশন বাংলাদেশ, ফ্যাশন ক্রিয়েশন, ডিজায়ার বাই আফি, টাইরা, স্টাইল মি, এটায়ারা বাই রেহনুমা, জেবিন্স, ভোগ ক্যাসিটা বাই হিমা আফরিন, স্পার্কলে ট্রেন্ডা থ্রেডস, তিতলি দ্য বাটারফ্লাই, আরসি, চেরিস, গার্লস ক্লোসেট, ওমেন্স ড্রেসিডেল এবং রোজ বেলা।
Related Projects
সামির ‘মেড ইন বাংলাদেশ’: প্যারিসে মাশিয়াতের প্রথম ক্যাটওয়াক
- November 2, 2023
বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই মাশিয়াত রহমান বেশ চেনা মুখ। র্যাম্প, প্রিন্ট মিডিয়া, প্রোডাক্ট ক্যাম্পেইন, টিভিসি থেকে শুরু করে মডেলিং দুনিয়ার সব মাধ্যমেই আবারও সরব ও সক্রিয় এই লাক্স সুপারস্টার
মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য রাস্তায় আলাদা লেন
- June 21, 2018
মহাসড়কের পাশের ফুটপাতে মোবাইল ব্যবহারকারীদের জন্য দুর্ঘটনা এড়াতে আলাদা এমন লেন তৈরি করা হয়েছে।