ধানমন্ডির আনাম র্যাগস প্লাজায় যাত্রা করলো কায়ারা-দ্য মাল্টি ব্র্যান্ড স্টোর। ৩ আগস্ট সন্ধ্যায় ফ্যাশন হাউজটির উদ্বোধন করেন জাসদের সহসভাপতি আফরোজা হক রিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন কায়ারার স্বত্বাধিকারী আইরিন হক আইভি, মডেল টুম্পা, রুমাসহ অনেকে। উল্লেখ্য, ২০১৬ সালে ১৫ জন নারী উদ্যোক্তাকে নিয়ে বনানীতে যাত্রা শুরু করে কায়ারা-দ্য মাল্টি ব্র্যান্ড স্টোর। এরই ধারাবাহিকতায় নতুন আরও ২০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে সাজানো হয়েছে ফ্যাশন হাউজটির দ্বিতীয় আউটলেট। যেখানে কায়ারার সঙ্গে যুক্ত হয়েছে হুর বাই সৌমিন আফরিন, আর বাই রুমা, পাএসএ, নাবিলা কিবরিয়া, আবেয়া ফ্যাশন বাংলাদেশ, ফ্যাশন ক্রিয়েশন, ডিজায়ার বাই আফি, টাইরা, স্টাইল মি, এটায়ারা বাই রেহনুমা, জেবিন্স, ভোগ ক্যাসিটা বাই হিমা আফরিন, স্পার্কলে ট্রেন্ডা থ্রেডস, তিতলি দ্য বাটারফ্লাই, আরসি, চেরিস, গার্লস ক্লোসেট, ওমেন্স ড্রেসিডেল এবং রোজ বেলা।
Related Projects
ডায়াবেটিসে দৈনিক একটির বেশি ডাব নয়
- June 21, 2018
তৃষ্ণা নিবারণে অন্যান্য পানীয়র চেয়ে ডাবের পানি পান করতেই পছন্দ করেন অনেকে।
আলোকচিত্রে ‘বাংলাদেশি ও সুইডিশ বাবা’
- January 20, 2025
প্রদর্শনীটি বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রদর্শন করার মাধ্যমে, পিতৃত্ব, পজিটভ ম্যাস্কুলিনিটি, সমতা ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যত গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত সংশ্লিষ্টদের