জেসিআই ঢাকা ফাউন্ডার্সের আয়োজন করেছে চাকরি মেলা ‘ক্যারিয়ার কানেক্ট এক্সপো ২০২৩।’ এই আয়োজনে অংগ্রহণ করবে ৩০টির বেশি প্রতিষ্ঠান, যেখানে ১০০টি পদের জন্য প্রায় ৩০০ জনের বেশি লোকবল নিয়োগ দেওয়া হবে। পুরো আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে চাকরির অনলাইন বাজার বিডিজবস ডট কম।
ক্যারিয়ার কানেক্ট এক্সপোর রয়েছে দুটি অংশ। প্রথম অংশে আগ্রহী প্রার্থীরা অনলাইনে সবগুলো চাকরি দেখে নিজের পছন্দানুযায়ী অনলাইনে সিভি জমা দিতে পারবেন। এ ছাড়া ও রয়েছে অনলাইনে টেস্টে অংশগ্রহণের সুযোগ। অনলাইনে সিভি জমা এবং টেস্টে অংশগ্রহণের সময় শুরু ৫ সেপ্টেম্বর থেকে। চলবে পুরো সপ্তাহ জুড়ে।
এই আয়োজনের দ্বিতীয়াংশে মৌখিক পরীক্ষার সুযোগ, অনলাইন থেকে সিভি দেখে এবং স্ক্রিনিং টেস্টের রেজাল্টের ওপর নির্ভর করে সেরাদের ডাকা হবে মৌখিক স্বাক্ষাৎকারের জন্য ।
জেসিআই ঢাকা ফাউন্ডার্সের লোকাল প্রেসিডেন্ট এম আসিফ রহমান বলেন, ‘উদ্যোক্তাদের জন্য বরাবরই তার ব্যবসায়ে সঠিক মানুষটি বেছে নেওয়া সবচেয়ে কঠিন কাজ । চিরাচরিত চাকরির মেলা থেকে আশানুরূপ ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। চাকরি মেলাকে কার্যকর করে তুলতে আমরা অনলাইন এবং অফলাইনের সমন্বয়ে পরিকল্পনা করেছি। শর্ট লিস্টেড সব ক্যান্ডিডেটদের নিয়ে ম্যাচ-মেকিংয়ের ব্যবস্থা করা হবে কোম্পানিগুলোর সঙ্গে। আমাদের চেস্টা থাকবে, যোগ্য প্রার্থীরা যেন ইন্টারভিউর দিনেই এপোয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যান।’
বিডিজবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘আমরা বরাবরই নিয়োগ প্রক্রিয়াকে সহজ এবং সফল করতে সহায়তা করি। ক্যারিয়ার কানেক্ট যোগ্য কর্মীর খোঁজে থাকা প্রতিষ্ঠান এবং আগ্রহী প্রার্থীদের এক নতুন ধরনের অভিজ্ঞতা দেবে বলে মনে করি।’
জেসিআই ঢাকা ফাউন্ডার্স আয়োজিত ক্যারিয়ার কানেক্টের পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের EDGE প্রকল্প, ই-কমার্স অ্যাসোসিয়েশন– ইক্যাব, কল সেন্টার অ্যাসোসিয়েশন– বাক্য। মিডিয়া পার্টনার ক্যানভাস, ব্যাকস্পেস এবং বিজকোপ। ইভেন্ট ভেন্যু পার্টনার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সপ্তাহব্যাপী এই ক্যারিয়ার কানেক্টে এক্সপোতে আগ্রহীরা bdjobs.com এবং easy.jobs থেকে সরাসরি আবেদন করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে https://bdjobs.com/jobfair/virtual/default.asp।
সারাহ্/ ক্যানভাস অনলাইন