ফুটবল ফ্যানরা ইউরো ২০২০ ও কোপা আমেরিকার মতো পছন্দের টুর্নামেন্টগুলো উপভোগ করতে পারবেন মাইজিপি অ্যাপের স্পোর্টস ফিচারের মাধ্যমে। এছাড়াও, খেলাপ্রেমীদের জন্য মাইজিপিতে রয়েছে নানা গুডিস ও অফার। ফিচার নিয়ে এসেছে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। ফুটবলপ্রেমীরা যখন বাসা থেকে খেলা দেখবেন, তখন তাদের খাবার অর্ডার করার সুবিধা বৃদ্ধিতে ফুডপ্যান্ডার সংগেও পার্টনারশীপ করেছে গ্রামীণফোন। এছাড়াও, আরও বেশি সংখ্যক ফ্যানদের মধ্যে খেলা নিয়ে উদ্দীপনা বাড়িয়ে তুলতে গ্রামীণফোন জার্সি ভেন্ডর ইন্ডিগো এবং অনলাইন স্পোর্টস কমিউনিটি প্যাভিলিয়ন, প্লান্টিক, ফুটবল ফ্যানস বাংলাদেশ এবং চেলসি ও ম্যানচেস্টার সিটি সাপোর্টার গ্রুপের সাথেও পার্টনারশিপ করেছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, ‘জুন ও জুলাই মাসে মাইজিপি ব্যবহারকারীরা এ প্ল্যাটফর্মেই ফুটবলের দুনিয়া খুঁজে পাবেন। আর্ন্তজাতিক জনপ্রিয় খেলাগুলো আমরা মাইজিপিতে আনতে পেরে খুবই আনন্দিত। লক্ষাধিক ব্যবহারকারীর যেখানেই থাকুক আমাদের এই উদ্যোগের সুবিধা নিয়ে খেলা দেখার সুযোগ পাবে । ব্যবহারকারীদের জন্য এমনসব নতুন কিছু নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা ভবিষৎতেও অব্যাহত থাকবে।’
গ্রামীণফোনের এ অল-ইন-ওয়ান মাইজিপি অ্যাপটি আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করতে ভিজিট করা যেতে পারে এই লিঙ্কে: https://Mygp.li/home।