রাজধানীর বনানীতে অবস্থিত আধুনিক চার-তারকা চেইন হোটেল গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক ঢাকার বিক্রয় ও হোটেল অপারেশনস পরিচালক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন শামসুল আরেফিন। দুই দশকেরও বেশি সময় ধরে হোটেল শিল্পে তার সফল কর্মজীবনের অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণ রয়েছে। বিখ্যাত হোটেলগুলোতে গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন আরেফিন, বহুজাতিক করপোরেশন থেকে শুরু করে কূটনৈতিক মিশন ও এভিয়েশন কোম্পানি পর্যন্ত সব ধরনের ক্লায়েন্টের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে দক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হোটেল কর্তৃপক্ষ আরও উল্লেখ করে, ‘শামসুল আরেফিনের অভিজ্ঞতা আমাদের হোটেলের বিক্রয় বৃদ্ধি এবং সামগ্রিক সাফল্য নিশ্চিত করতে সহায়ক হবে। আমরা বিশ্বাস করি, তার কৌশলগত দূরদর্শিতা এবং প্রমাণিত নেতৃত্ব গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক ঢাকার পরিষেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
বলে রাখা ভালো, লুভ্রে হোটেলস গ্রুপের একটি অংশ হিসেবে গোল্ডেন টিউলিপ ১৯৬০-এর দশকে নেদারল্যান্ডসে যাত্রা শুরু করে এবং বর্তমানে বিশ্বের ৪১টি দেশে ১৭০টিরও বেশি আপস্কেল হোটেলে এর উপস্থিতি রয়েছে। প্রতিটি গোল্ডেন টিউলিপ হোটেল উচ্চমানের মান বজায় রাখার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও বৈশিষ্ট্যের সঙ্গে মিশে যায়। এটি মানসম্মত আবাসন, উন্নত সুবিধা এবং ব্যতিক্রমী সেবা প্রদানের জন্য সুপরিচিত, যার মূল লক্ষ্য অতিথিদের জন্য একটি স্বাস্থ্যকর ও আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা।
- ক্যানভাস অনলাইন
ছবি: গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক ঢাকা’র সৌজন্যে

