skip to Main Content
গ্রামীণ ডানোন ফুডসের ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রাম ২ সিরাজগঞ্জে

গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, হেইফার কোরিয়া ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সম্মিলিত উদ্যোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে কমিউনিটি পুষ্টি ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রাম ২ উদ্বোধন করেছে। এ পর্যায়ে নাইমুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সাতটি নতুন স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে প্রায় এক হাজার স্কুল শিক্ষার্থী এই উদ্যোগের আওতায় আসবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, হেইফার কোরিয়ার নির্বাহী পরিচালক হেওন লি এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার প্রমুখ। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আবু মোহাম্মদ সালেহ হাসনাত। এ ছাড়াও শিক্ষা অফিসার, স্থানীয় সরকারী কর্মকর্তা ও সম্মানিত ব্যক্তিবর্গও এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন।

‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রামটি গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড, হেইফার কোরিয়া ও হেইফার বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্প। যার লক্ষ্য দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করা– শিশুদের অপুষ্টি আর নারী দুগ্ধখামারিদের আয়ের অনিশ্চয়তা থেকে মুক্তকরণ। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় নারী খামারিরা দুধ সরবরাহ করেন উল্লাপাড়ায় গ্রামীণ ডানোনের প্রতিষ্ঠিত মিল্ক চিলিং সেন্টারে। সংগৃহীত এই দুধ থেকে বগুড়ার ফ্যাক্টরিতে তৈরি হয় পুষ্টিগুণসমৃদ্ধ ‘শক্তি+’ নামক দই। এই দই বিনামূল্যে বিতরণ করা হয় স্কুলের শিক্ষার্থীদের মাঝে, যা প্রতিদিনের নির্ভরযোগ্য পুষ্টি উৎস হিসেবে কাজ এবং নারী খামারিদের উপার্জন নিশ্চিত করে।

অনুষ্ঠানে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ বলেন, ‘হেইফার কোরিয়ার সহায়তায় আরও সাতটি স্কুল সংযুক্ত করার ফলে, বেশি শিশুর কাছে পোঁছানো এবং আরও নারী দুগ্ধখামারিদের ক্ষমতায়ন করা সম্ভব হবে। তবে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও সংস্থার এগিয়ে আসতে হবে। এই সম্মিলিত উদ্যোগ আমাদের সবার গর্বের অংশ।’

এ প্রসঙ্গে হেইফার কোরিয়ার নির্বাহী পরিচালক হেওন লি বলেন, ‘মিল্ক ফর স্কুল প্রোগ্রামটি আমার স্বপ্নের একটি উদ্যোগ। এই প্রোগ্রাম আমাকে আমার শৈশবের কোরিয়ার কথা মনে করিয়ে দেয়, যখন আমিও স্কুলে দুধ পেতাম; আর আজ সেই একই যত্ন বাংলাদেশি শিশুদের কাছে পৌঁছে দিচ্ছি। এই সফলতা আমাদের অংশীদার, স্থানীয় প্রশাসন, খামারি নারী ও স্থানীয় কমিউনিটির সবার।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড অপুষ্টির বিরুদ্ধে লড়াই ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। এক গ্লাস দুধ, এক কাপ দই– প্রতিটি শিশুর জন্য প্রতিবার এই প্রতিপাদ্যে পরিচালিত ‘মিল্ক ফর স্কুল’ প্রোগ্রাম কীভাবে সম্মিলিত উদ্যোগের ভিত্তিতে গ্রামীণ সম্প্রদায়কে শক্তিশালী করা যায়, তার অন্যতম উদাহরণ।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top