যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ইতোমধ্যেই শুরু হয়েছে বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড’। কিন্তু সেখানে অংশ নিতে পারছেন না যুক্তরাজ্যের প্রতিনিধি লিন ক্লাইভ।
সিরিয়ায় জন্ম বলে তার আমেরিকান ভিসা আবেদন প্রত্যাখ্যান হয়েছে বলে দাবি করেছেন ২৮ বছর বয়সী এই তরুণী। খবর দ্য ন্যাশনাল নিউজের।
পেশাজীবনে ট্রেইনি ডাক্তার লিন অবশ্য আরও জানিয়েছেন, তিনি না পেলেও তার পরিবারকে ঠিকই ভিসা দিয়েছে আমেরিকা।
বিবিসিকে লিন বলেন, ‘আমি ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আবেদন করেছিলাম। আমি ব্রিটেনের প্রতিনিধিত্ব করি। আমি ব্রিটিশ নাগরিক। অথচ আমাকে কেন যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না, বুঝতে পারছি না।’
আন্তর্জাতিক সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে সিরিয়াকে অভিযুক্ত করে আসছে যুক্তরাষ্ট্র। এ কারণে ওই দেশের নাগরিকদের আমেরিকান ভিসা পেতে হলে বিশেষ ইন্টারভিউ মোকাবেলা করতে হয়।
‘আমার স্বামী ও শিশু কন্যার ভিসা আবেদন মঞ্জুর হয়েছে, অথচ আমারটা হয়নি। ওদের সঙ্গে আমার একমাত্র পার্থক্য হলো জন্মস্থান,’ বলেন লিন।
বলে রাখা ভালো, এর মধ্যে যদি বিশেষ ব্যবস্থায়ও শেষ পর্যন্ত ভিসা না পান তিনি, তাহলে ১৯৮৪ সালে শুরু হওয়া বিবাহিত নারীদের এই বার্ষিক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় এবারই প্রথম যুক্তরাজ্যের কোনো প্রতিনিধির অংশগ্রহণ থাকবে না।