১৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। অষ্টমবারের মতো টোয়াব আয়োজিত বৃহত্তম এই পর্যটন মেলা এবার আরও বড় পরিসরে সাজানো হয়েছে। মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল রয়েছে। অংশগ্রহণ করছে ভারত, ভুটান, নেপাল, থাইল্যান্ড, দুবাই, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ভিয়েতনাম। ভারতের বিভিন্ন রাজ্যেরও অংশগ্রহণ রয়েছে এই মেলায়।
তিন দিনের এই মেলায় থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের জাদুঘর ও বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিষয়ে গোলটেবিল আলোচনা, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ডেসটিনেশন কম্বোডিয়া এবং ইনক্রেডিবল ইন্ডিয়ার উপর উপস্থাপনা। মেলা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাজাহান কামাল। তিনি বলেন, এই ধরনের পর্যটন শিল্পমেলা বাংলাদেশের পর্যটনশিল্পকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মেলা ২১ এপ্রিল, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।