skip to Main Content
দীঘি-ইমনের হাত ধরে ঝিনাইদহে হারল্যান স্টোর

সারা দেশে বাড়ছে হারল্যান স্টোরের আউটলেট। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহে নতুন আউটলেট উদ্বোধন করলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন এবং চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

রোববার (১০ নভেম্বর ২০২৪) বিকালে ঝিনাইদহ সদরের ব্যস্ততম এলাকা হাটের রাস্তায় হারল্যান স্টোরের এই নতুন আউটলেট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দীঘি বলেন, ‘অথেনটিক কসমেটিকস ভোক্তাদের হাতে হাতে পৌঁছে দিতে আজ হারল্যান স্টোর চলে এসেছে ঝিনাইদহে। এভাবেই ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর।’

‘নকল ও ভেজাল থেকে মুক্তি দিয়ে ভোক্তাদের হাতের নাগালেই অথেনটিক সব কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে রিমার্ক-হারল্যান,’ বলেন ইমন।

বলে রাখা ভালো, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সব রকম সুযোগ সুবিধা পেতে পারে, তা-ই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’, যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: হারল্যান স্টোর-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top