রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় তিন দিনব্যাপী আর্কএশিয়া আইএবি নির্মাণ মেলা ২০১৯। যেখানে অংশগ্রহণ করে দেশের স্বনামধন্য স্যানিটারিওয়্যার উৎপাদনকারী ব্র্যান্ড স্টেলা।
আন্তর্জাতিক এ মেলায় ২১টির বেশি দেশের নির্মাণসামগ্রী উৎপাদন, আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। মেলায় মোট স্টল ছিল ৭৮টি। আর্কএশিয়া ফোরাম-২০’ শীর্ষক এশীয় স্থপতিদের সম্মেলনের পাশাপাশি এ মেলার আয়োজন করা হয়।
আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়া’র (আর্কএশিয়া) প্রেসিডেন্ট রিটা সোহ বলেন, ‘বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে উন্নত মানের ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। তা না হলে বিল্ডিংয়ের স্থায়িত্ব দীর্ঘদিন হবে না। বর্তমানে বিল্ডিং নির্মাণের জন্য উন্নত প্রযুক্তির ম্যাটেরিয়াল পাওয়া যায়। এসব ম্যাটেরিয়াল ব্যবহারের ফলে যেকোনো বিল্ডিংয়ের স্থায়িত্ব বাড়বে।’