এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, যিনি বৃষ্টি হলে কোনো গানের সুর গুনগুনিয়ে ওঠেন না। হোক সেটা আনন্দের, অথবা বিরহের।
বলা হয়, বৃষ্টির সঙ্গে কবি-সাহিত্যিকদের একটা আলাদা সখ্য আছে। বৃষ্টি নিয়ে বাংলা ভাষায় অসংখ্য গান হয়েছে এবং এখনো হচ্ছে। আমরা যদি হিসাব করতে যাই, এক রবীন্দ্রনাথ ঠাকুরই অসংখ্য গান সৃষ্টি করেছেন বৃষ্টি নিয়ে।
রবি ঠাকুরের সেই পথে আরও অনেকেই হেঁটেছেন। অনেকেই বের করেছেন কালজয়ী গান, যা বৃষ্টির দিনে আমাদের মনে দোলা দিয়ে যায়।
এমন কিছু গানের কথা বলব আজ আপনাদের, সময় পেলে শুনতে পারেন:
আজ এই বৃষ্টির: উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী
বৃষ্টি তোমাকে দিলাম: শ্রীকান্ত আচার্য্য
বৃষ্টি দেখে অনেক কেঁদেছি: সোলস
আমি বৃষ্টি দেখেছি: অঞ্জন দত্ত
সাদা কালো: জেমস
কদম: ব্লু জিন্স
বৃষ্টি: ওয়ারফেজ
রেইন: নোরাহ জোনস
রেইনড্রপ কিপ ফলিং অন মাই হেড: বি. জে. থমাস
স্কাইফল: অ্যাডেল
পেয়ার হুয়া ইকরার হুয়া: মান্না দে, লতা মঙ্গেশকার
রিমঝিম গিরে সাওয়ান: কিশোর কুমার
তাল সে তাল মিলা: অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ।
- ফুয়াদ/ক্যানভাস ডেস্ক