skip to Main Content
বিএসওএবি হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভ্যাল ২০২৫

২১ অক্টোবর। অনুষ্ঠিত হয়ে গেল ‘হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভ্যাল ২০২৫’। বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএসওএবি) আয়োজনে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। সঙ্গে ছিল বাংলাদেশি ব্র্যান্ড রিভাইভ।

সোনারগাঁওয়ের বলরুমে দিনব্যাপী এই কার্নিভালে সেমিনার, দেশি-বিদেশি বিশেষজ্ঞ পরিচালিত বিউটি কেয়ার ডেমোনস্ট্রেশন, ফ্যাশন শোসহ ছিল বেশ কিছু আয়োজন। উদ্বোধন করেন সৌন্দর্যসেবা খাতের অন্যতম পথিকৃৎ সায়রা মঈন।

দুই পর্বে ভাগ করা এই আয়োজনের প্রথম পর্বে বিভিন্ন বিউটি পারলারের আদিবাসী সৌন্দর্যসেবাকর্মীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। ছিল প্যানেল আলোচনা; ‘সৌন্দর্যসেবায় দেশীয় পণ্য ব্যবহারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ে। তাতে অংশ নেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিএবি) সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী মালিক মোহাম্মদ সাঈদ এবং বিএসওএবির প্রেসিডেন্ট কানিজ আলমাস খান। সঞ্চালনায় জ্যেষ্ঠ সাংবাদিক শেখ সাইফুর রহমান।

বিএসওএবির প্রেসিডেন্ট কানিজ আলমাস খান বলেন, বিভিন্ন সেবার ক্ষেত্রে স্কয়ারের পণ্য ব্যবহার করছে পারলারগুলো। তবে যে পণ্যগুলো পাওয়া যাচ্ছে না, সেগুলোর ক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে বিদেশি পণ্যে। তাই দেশীয় পণ্যের রেঞ্জ আরও সমৃদ্ধ করার দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

পরবর্তী পর্বে বিএসওএবির সদস্যদের হেয়ার ডেমোনেস্ট্রেশন অনুষ্ঠিত হয়। নান্দনিক সৃজনশীল হেয়ারস্টাইল উপস্থাপন করেন তারা। এই আয়োজনে যোগ দেন কোরিয়ান বিউটি এক্সপার্ট। তিনি লাইভ ডেমোনেস্ট্রেশনের মাধ্যমে সবার সামনে কাজ উপস্থাপন করেন, যা উপস্থিত সৌন্দর্যসচেতন দর্শকদের মুগ্ধ করে।

সন্ধ্যায় দক্ষ মেকওভার আর্টিস্টরা ব্রাইডাল রানওয়ে শোতে তাদের মনোমুগ্ধকর রূপসজ্জা তুলে ধরেন, যেখানে তাদের সৃজনশীলতা প্রকাশ পায়। একই সঙ্গে বিউটি ট্রেন্ড কেমন হতে যাচ্ছে, বিয়ের সিজনে সে সম্পর্কেও ধারণা মেলে।

পরবর্তী পরিবেশনায় থিমেটিক ফ্যাশন প্রদর্শনী দেখা যায়। যেখানে বিষয়বস্তু ছিল রাইজিং অ্যাওয়ারনেস অ্যাগেইনস্ট পলিউশন। হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম এই সেগমেন্টে সৃজনশীল দক্ষতায় এই থিমেটিক প্রদর্শনী করেন।

হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভ্যালের এই আয়োজনে আজীবন সম্মাননা দেওয়া হয় সিলেট বিভাগের দক্ষ বিউটিশিয়ান মিনারাকে। আরও বেশ কিছু অ্যাওয়ার্ডও দেওয়া হয়। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, সামিট করপোরেশন, এসিআই ফাউন্ডেশনের প্রতি।

এ ছাড়া সারা দিন হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভ্যাল উপলক্ষে স্টল সাজিয়েছিল স্কয়ারের জনপ্রিয় কসমেটিকস ব্র্যান্ড রিভাইভ। প্রাকৃতিক সৌন্দর্যপণ্য নিয়ে ছিল মায়া। বিভিন্ন সৌন্দর্যপণ্য নিয়ে ইনডেক্স কেয়ার ও বিজেন। মেশিনারিজ নিয়ে এসেছিল আরাফাত বিউটি সলিউশন। উপস্থিত ছিলেন ফ্যাশন ও বিউটি জগতের বিশিষ্ট ব্যক্তিরা। তারকাদেরও উজ্জ্বল উপস্থিতি ছিল। সংগীত এবং গালা ডিনারে সমাপ্তি ঘটে উৎসবের।

  • সারাহ্/ ক্যানভাস অনলাইন
    ছবি: আয়োজকদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top