ভিক্টোরিয়া’স সিক্রেটের রানওয়েতে দীর্ঘ ১৯ বছর পর ফিরছেন আমেরিকান মডেল, টেলিভিশন পারসোনালিটি ও অভিনেত্রী টায়রা ব্যাঙ্কস। অন্তর্বাস প্রোডাক্টের জায়ান্ট ব্র্যান্ডটির ওই শো নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর ২০২৪। তাতে হাঁটবেন ৫০ বছর বয়সী এই সাবেক ভিক্টোরিয়া’স সিক্রেট অ্যাঞ্জেল। সম্প্রতি ইনস্টাগ্রাম ভিডিওতে এ ঘোষণা নিজেই দিয়েছেন।

১৯৯৮ সালের ভিক্টোরিয়া’স সিক্রেট রানওয়েতে টায়রা ব্যাঙ্কস
ভিক্টোরিয়া’স সিক্রেটের রানওয়েতে “আমেরিকা’স নেক্সট টপ মডেল”-এর উপস্থাপিকা টায়রা সর্বশেষ ক্যাটওয়াক করেছিলেন ২০০৫ সালে। তিনি ছিলেন এই ইভেন্টের প্রথম কৃষ্ণাঙ্গ মডেল।
বার্ষিক এই ক্যাটওয়াক ইভেন্টের সূচনা ঘটে ১৯৯৫ সালে। ভিক্টোরিসা’স সিক্রেটের প্রোডাক্ট ও মডেলরা যথেষ্ট আকর্ষণীয় নয়– এমন সমালোচনার মুখে ২০১৯ সালে অবশ্য এই ইভেন্ট বাতিল হয়ে যায়। তারপর গেল বছরের সেপ্টেম্বরে শুরু হয় আবারও।

টায়রা ব্যাঙ্কস
নিউইয়র্ক পোস্ট সূত্রে জানা গেছে, আসন্ন শোতে টায়রা ছাড়াও ক্যাটওয়াক করবেন জিজি হাদিদ, ইমান হাম্মাম, ক্যান্ডিস সোয়ানেপোয়েল, গ্রেন্স এলিজাবেথ, ডিভাইন গার্সিয়া প্রমুখ অ্যাঞ্জেল।
- ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট