কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি) ভোজনরসিকদের কাছে পরিচিত একটি নাম। ২০০৬ সালে গুলশান আউটলেটের মাধ্যমে বাংলাদেশে এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ‘মজার ইশকুল’-এর ২৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উদ্যোগগুলোর মধ্যে রয়েছে নতুন স্কুল ড্রেস, ব্যাগ, জুতা এবং শিক্ষার্থীদের নতুন বেঞ্চ উপহার প্রদান; স্কুলের দেয়াল ও জানালায় পেইন্টিং, দেয়ালে শিক্ষামূলক দেয়ালচিত্র অঙ্কন (সৌরমণ্ডল, পানিচক্র, সালোকসংশ্লেষণ ও গ্রীনহাউজের প্রভাব, ঐতিহাসিক স্থাপনা ও স্মৃতিস্তম্ভ)। আরও রয়েছে নতুন সিঁড়ি, বেসিন এবং ওয়াশরুম সুবিধা, হোয়াইট বোর্ড স্থাপন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন।
এই উদ্যোগ সম্পর্কে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, “শুধুমাত্র স্কুল বা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন এই উদ্যোগের একমাত্র উদ্দেশ্য নয়। বরং এই উদ্যোগের মূখ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের বিত্তশালী ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে গঠনমূলক সামাজিক কার্যক্রমে উদ্বুদ্ধ করা।”
ট্রান্সকম ফুডস লিমিটেডের হেড অব মার্কেটিং মুরাদুল মুস্তাকিন বলেন, “এই উদ্যোগ নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এর উদ্দেশ্য বাংলাদেশকে একটি শিক্ষিত জাতিতে রূপান্তর করা। কেননা, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল এই ভবিষ্যৎ প্রজন্ম উন্নত শিক্ষায় শিক্ষিত হলেই একটি সমৃদ্ধ জাতি তৈরী হবে।”