পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। দিনটি উদযাপিত হয় বিশেষ আনুষ্ঠানিকতা, শ্রদ্ধা ও আবেগে। রবীন্দ্রজয়ন্তীকে কেন্দ্র করে দেশি ফ্যাশন হাউস কে ক্র্যাফট ঠাকুর পরিবারের পোশাক পরিচ্ছদ অনুপ্রেরণায় শাড়ি ও পাঞ্জাবি নিয়ে যুগল পোশাক করার প্রচেষ্টা চালিয়েছে। এছাড়াও থাকছে ফতুয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কবির গানের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যালিওগ্রাফি এবং খসড়া আর্টের উপস্থাপনা রয়েছে এবারের বিশেষ এই আয়োজনে। বর্তমান সময়ের আবহাওয়াকে বিবেচনায় রেখে জ্যাকার্ড কটন, হাফ সিল্ক ও লিনেন কাপড় নির্বাচন করা হয়েছে, যা আরামদায়ক। লাইট ব্রাউন, অফ হোয়াইট, ব্রিক রেড রঙের কাপড়ে হালকা কাজের মাধ্যমে করা হয়েছে এ সকল পোশাক।
রবীন্দ্রজয়ন্তী নিয়ে বিশেষ এই আয়োজনের পোশাক পাওয়া যাবে কে ক্র্যাফটের সকল শোরুম এবং অনলাইন স্টোর kaykraft.com-এ।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: কে ক্র্যাফট-এর সৌজন্যে