ম্যারিয়ট ইন্টারন্যাশনাল এর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল ২০২৩ সালে তাদের অসামান্য পারফরম্যান্সের জন্য বেঙ্গালুরুতে সিএলএস সম্মেলনে দুটি মর্যাদাপূর্ণ পুরষ্কার পেয়েছে
।
এক বিজ্ঞপ্ততে জানানো হয়, হোটেলের পক্ষ থেকে হোটেল ম্যানেজার জনাব মোঃ আল আমিন, “সর্বোচ্চ গেস্ট এক্সপেরিয়েন্স” এর জন্য এবং ২০২৩ সালে প্রিমিয়াম সেগমেন্টে সকল দক্ষিণ এশিয়ার হোটেল জুড়ে “কেটারিং আয়ে বছরের সর্বোচ্চ বৃদ্ধি” এর জন্য পুরস্কার গ্রহণ করেছে হোটেলটি। এশিয়া প্যাসিফিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অপারেশন নীরজ গোভিল , দক্ষিণ এশিয়ার এরিয়া ভাইস প্রেসিডেন্ট রঞ্জু অ্যালেক্স, সাউথ এশিয়ার সিনিয়র এরিয়া ডিরেক্টর, অপারেশনস শচীন মাইলাভারাপু এবং দক্ষিণ ও পূর্ব ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এরিয়া ডিরেক্টর হিমাংশু তানেজা সহ ম্যারিয়ট এশিয়া প্যাসিফিকের সিনিয়র কর্মকর্তারা সেখানে উপস্স্থিত ছিলেন। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের টিমের অক্লান্ত পরিশ্রম ও অতিথিদের অভিজ্ঞতা তাদের এই অর্জনে পৌঁছাতে সাহায্য করেছে।
ফুয়াদ/ক্যানভাস অনলাইন