skip to Main Content
সাদাকালোর ঈদ সংগ্রহ

একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে বিশেষ সংগ্রহ তৈরি করেছে দেশি ফ্যাশন ব্র্যান্ড সাদাকালো। এ সময়ের উৎসব মুখরতা আর আবহাওয়া বিবেচনায় রেখে।

এ সংগ্রহে রয়েছে নান্দনিক ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফ, যা কালো-সাদা রঙের বৈচিত্র্যময় সমন্বয়ে গঠিত। শাড়ি, কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, কুর্তি, বাচ্চাদের পোশাকসহ রয়েছে সমন্বিত ফ্যামিলি সেট– মা-মেয়ে, বাবা-ছেলের জন্য একসঙ্গে মিলিয়ে পরার মতো ডিজাইন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নতুন ডিজাইনের কো অরডিনেটেড ড্রেস এবং ফ্লোয়ি সামার ওয়্যার।

ব্র্যান্ডটির প্রধান উদ্যোক্তা আজহারুল হক আজাদ বলেন, ‘ঈদুল আজহা আত্মত্যাগ ও সংযমের উৎসব। আমরা চেয়েছি এই চেতনাকে পোশাকে তুলে ধরতে; যেখানে থাকবে স্বস্তি, সৌন্দর্য ও স্বকীয়তার মেলবন্ধন। এবারের কালেকশনটি সবার জন্যই বিশেষ কিছু হয়ে উঠবে বলে আশা করছি।’

নতুন কালেকশনটি পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির সকল আউটলেট ও অনলাইন স্টোরে।

  • সারাহ্/ক্যানভাস অনলাইন
    ছবি: সাদাকালো’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top