ক্লজেট স্ট্যাপেল বলা যেতে পারে স্লিপ ড্রেসকে। ফাইনেস্ট লঞ্জারি হিসেবে পরিচিতি বহু আগে থেকে। নব্বইয়ের দশকের ট্রেইল ব্লেজারদের হাত ধরে এসেছে স্ট্রিট ফ্যাশনে। আর এবারে, ২০২৩ সালে এর সঙ্গে যোগ হয়েছে মডার্ন ডে টুইস্ট। সিল্কি স্যাটিন স্লিপ ড্রেসটির সৌন্দর্য প্রকাশ করা হয়েছে বিভিন্নভাবে।
লাইট ওয়েট ফ্যাব্রিকে তৈরি স্লিপ ড্রেস। কাটে থাকে চমৎকারিত্ব। সব সিজনের উপযোগী। বন্ধুদের সঙ্গে হাউস পার্টি, ডেট নাইটের জন্যে রাখতে পারেন ওয়্যারড্রোব প্ল্যানিংয়ে। উপযুক্ত হবে মিনি স্লিপ ড্রেস, ম্যাক্সি স্লিপ, কাটআউট ডিজাইন, ওয়াইড স্ট্রাপ, লাউঞ্চ লং, ফ্লোরাল মিডি, করসেট স্টাইল।
স্লিপ ড্রেস কেনার সময় কয়েকটি বিষয়ে গুরুত্ব দিলে দারুণ একটি আইটেম যুক্ত হবে আপনার কালেকশনে। প্রথমে দেখে নিতে পারেম ফ্যাব্রিক। সিল্ক স্লিপ ড্রেস পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করার পেছনে ফ্যাব্রিকই অন্যতম কারণ। রেশমি এই কাপড় থার্মোরেগুলেটিং গুণ সম্পন্ন হওয়ায় দেহের তাপ ও পরিবেশের সমন্বয় ঘটাতে পারে। বছরের যেকোনাে সময়ে গায়ে জড়ানো যেতে পারে।
এর বাইরে টেন্সেল ফ্যাব্রিকও থাকতে পারে। সিল্কের তুলনায় এর বাজারমূল্য কম। ট্রি পাল্প থেকে তৈরি টেন্সেল ইকো-ফ্রেন্ডলি। স্পর্শে সিল্কের কাছাকাছি।
স্লিপ ড্রেসের লেয়ারিংয়ে মোটো জ্যাকেট রাখতে পারেন। আর ফুটওয়্যারে হাই হিল শ্যু।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন