আমেরিকান গায়িকা ও অভিনেত্রী লেডি গাগা সব সময়ই থাকেন আলোচনায়। তার ফ্যাশন এক্সপেরিমেন্ট নিয়মিতই সোরগোল তোলে সোশ্যাল মিডিয়ায়। তাতে নেটিজেনরা হরদম হয়ে যান দুই ভাগ। কেউ তার পক্ষ নেন; কেউ বিপক্ষ।

সম্প্রতি টিকটকে পোস্ট করা ভিডিওতে লেডি গাগা। ছবি: টিকটক থেকে নেওয়া স্ক্রিনশট
৩৭ বছর বয়সী এই সুপারস্টার আবারও চর্চায়। এবার ওজন নিয়ে। অতি সম্প্রতি টিকটক পোস্টে তাকে দেখা গেছে রীতিমতো লিকলিকে শরীরে। তাতেই হতবাক নেটিজেনরা। কী করে ওজন এত কমালেন গাগা?
গুজব উঠেছে, ওজন কমাতে নাকি বিশেষ ওষুধ সেবন করছেন তিনি। এর সত্যতা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।

লেডি গাগা। ছবি: সংগ্রহ
এদিকে, এমন স্লিম লুকে লেডি গাগাকে দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘তাকে আমি একদমই চিনতে পারিনি!’ আরেকজন এক ধাপ এগিয়ে অভিযোগ তুলেছেন, লেডি গাগা নিশ্চয়ই বিশেষ মাদক সেবন করেন!
- ক্যানভাস অনলাইন
সূত্র: নিউ বিউটি ডটকম