ক্যানভাস ডেস্ক
হুন্দাই ক্রেটা গ্র্যান্ড ফ্যামিলি এসইউভি দেশের বাজারে আসার পর অল্প সময়েই গাড়ি ব্যবহারকারীদের মাঝে সারা ফেলেছে। ক্রেতাদের চাহিদা আর প্রত্যাশাকে এক ধাপ এগিয়ে নিতে সম্প্রতি রাজধানীর তেজগাঁ লিংক রোডের হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজন করা হয় ‘ক্রেটা গ্র্যান্ড ফ্যামিলি এক্সপেরিয়েন্স শোকেস’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার টেকনোলজির সিইও মুতাসসিম দায়ান, জনপ্রিয় সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল, ফেয়ার টেকনোলজির হেড অব সেলস আবু নাসের মাহমুদ, ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর এবং ফেয়ার টেকনোলজির প্রোডাক্ট ম্যানেজার রুবাইয়াত উদ্দিন ও সেলস অপারেশন ম্যানেজার আতাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা। এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ফেয়ার টেকনোলজির সিইও মুতাসসিম দায়ান বলেন, প্রতিযোগিতামূলক মূল্য, ৫ বছরের ওয়ারেন্টি ও তিন বছরের বাই ব্যাক সুবিধা নিয়ে আকর্ষণীয় কালার ভেরিয়েন্টের হুন্দাই ক্রেটা গ্র্যান্ড সেভেন সিটার এসইউভি এখন জনপ্রিয়তার শীর্ষে। ৪৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এই গাড়িটি স্বল্প সময়ের মধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করেছে। গ্যালাক্সি ব্লু, মিড নাইট ব্ল্যাক, টাইটান গ্রে– এই তিন কালারের ক্রেটা গ্র্যান্ড এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা হুন্দাইয়ের যেকোনো শোরুম থেকে বেছে নিতে পারবেন পছন্দের কালারের হুন্দাই ক্রেটা গ্র্যান্ড।
সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল অনুষ্ঠানে দেশে হুন্দাই গাড়ি উৎপাদন করায় ফেয়ার টেকনোলজির প্রশংসা করে বলেন, ‘গাড়ির ব্যাপারে আমার আগ্রহ অনেক বেশি । আর তাই আমি নিজেও এক্সপেরিয়েন্স করতে চলে এসেছি। এর ইন্টেরিয়র আপনাকে দিবে একটি প্রিমিয়াম সাউন্ড সিস্টেম।’
তিনটি ভিন্ন কালারের ক্রেটা গ্র্যাণ্ডের তিন জন ক্রেতা স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় গ্রাহকরা ক্রেটা গ্র্যান্ডের প্রশংসা করেন। মুতাসসিম দায়ান ও কোনাল তাদের হাতে গাড়ির চাবি তুলে দেন ।
ফেয়ার টেকনোলজির হেড অব সেলস আবু নাসের মাহমুদ বলেন, ‘ক্রেটা গ্র্যান্ড যেভাবে ক্রেতাদের বিপুল আগ্রহ ও আস্থা অর্জন করেছে তাতে আমরা আনন্দিত। এখন তাদের সাধ্যের মধ্যেই সেভেন- সিটার ফ্যামিলি এসইউভি পাওয়া যাচ্ছে । ক্রেতারা এই গাড়িটির সাথে পাচ্ছেন ৫ বছর বা ১ লাখ কি.মি. পর্যন্ত ওয়ারেন্টি এবং ৩ বছর বা ৪০ হাজার কি.মি.পর্যন্ত সর্বোচ্চ ৬০ শতাংশ বাই ব্যাক সুবিধা।’ এমন সব পদক্ষেপে বিপুল সাড়া দেওয়ায় তিনি গাড়ির ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ফেয়ার টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই টেক পার্কে এ বছরের শুরুতে হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট উদ্বোধন করা হয়। এই প্ল্যান্টে উৎপাদিত এসইউভি ক্রেটা এবং ফ্যামিলি এসইউভি ক্রেটা গ্র্যান্ড ইতিমধ্যে বাংলাদেশের বাজারে সাড়া জাগিয়েছে ।