লায়লা ব্লাঙ্ক, সুগন্ধি ব্র্যান্ড হিসেবে ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে খ্যাতি পেয়েছে। ২০১৪ থেকে অর্ধশতাধিক দেশের ফ্যাশন-সচেতনদের জন্য সুগন্ধি তৈরি করছে এলবি। ‘পিউর লাইক ইউ’ ট্যাগ লাইন নিয়ে তাদের জনপ্রিয় সুগন্ধির সিরিজগুলো হলো হট, নটি গার্ল, এলবি ইডিপি, রয়্যাল টাচ ও আফজাল- হালাল সার্টিফাইড পারফিউম। ভারতের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ফাজলানি গ্রুপের সহযোগী এই আন্তর্জাতিক ব্র্যান্ড লায়লা ব্রাঙ্ক।এবার বাংলাদেশের সুগন্ধিপ্রেমীরাও হাতের কাছেই পাবেন ব্র্যান্ডটির পণ্য। শুরুতে নারী-পুরুষের ব্যবহার উপযোগী জনপ্রিয় এলবি ডিওডোরেন্ট সিরিজের পণ্যগুলোই মিলবে দেশীয় বাজারে। যুক্তরাজ্যভিক্তিক সুগন্ধির ব্র্যান্ড লায়লা ব্লাঙ্ক বাংলাদেশে বিপণনের জন্য ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্বে থাকবে এস হক ইন্টারন্যাশনাল। বাংলাদেশে এই সুগন্ধির নানা সিরিজের পণ্য জনপ্রিয় করতে “লায়লা ব্লাঙ্ক লন্ডনের ভাইস প্রেসিডেন্ট আসলাম নুরী ও এস হক গ্রুপের শীর্ষ নির্বাহী সাইদুল হক জুয়েলের উপস্থিতিতে দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। ধানমন্ডির এস হক গ্রুপের করপোরেট কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তা। চুক্তি অনুযায়ী দেশের বাজারে লায়লা ব্লাঙ্ক পণ্য বিপণন এবং জনপ্রিয় করা নিয়ে এককভাবে কাজ করবে এস হক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস হক ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যভিত্তিক এই সুগন্ধি ব্র্যান্ডের পণ্য দেশীয় ক্রেতারা পাবেন আগস্টের শেষ সপ্তাহ থেকে। উল্লেখ্য, লায়লা ব্লাঙ্কের পকেট সুগন্ধি থেকে প্রিমিয়াম সব সিরিজ বাংলাদেশের বাজারে দাম পড়বে ১০০ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত। বিস্তারিত তথ্য পাওয়া যাবে এলবির ওয়েবসাইটেও। ঠিকানা : lylablanc.com
Related Projects
নাথিং শাওয়ার ইন ট্রেন্ড
- December 2, 2023
জলের স্পর্শে সজীব হয়ে ওঠার দর্শনকে পেছনে ফেলে নতুন টপিক ইতোমধ্যে দৃশ্যমান। দিনে দ্বিতীয়বার গোসলকে ঘিরে এই নতুন ট্রেন্ড
তাহসানের হাত ধরে এলজি ওলেড সি৪ সিরিজ টেলিভিশন
- January 26, 2025
এখন থেকে র্যাংগস ই-মার্টের প্রতিটি আউটলেটে পাওয়া যাবে ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৭ ইঞ্চি এলজি ওলেড C4 সিরিজ টেলিভিশন