আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা আর্থ ডে নেটওয়ার্কের বিশেষ দূত হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের নাম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক এই সংস্থার এ ঘোষণা প্রসঙ্গে বিবি রাসেল গণমাধ্যমকে বলেছেন, ‘মানবসমাজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পরিবেশকে লালন করা ও তার প্রতি সম্মান প্রদর্শন অত্যাবশ্যকীয়। পরিবেশের প্রতি আমার শ্রদ্ধানিবেদন এবং পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ড সমর্থনের জন্য বাংলাদেশে আর্থ ডে নেটওয়ার্ক-এর বিশেষ দূতের ভূমিকা আনন্দের সাথে গ্রহণ করছি। বিগত পাঁচ দশকে তাদের কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। আমি আমার ভবিষ্যৎ কর্মকাণ্ডের মাধ্যমে এ পৃথিবীকে আরও সবুজ, নির্মল ও দূষণমুক্ত করার জন্য মানবসমাজের দায়িত্বের প্রতি সকলের সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট থাকব। একজন শিল্পী হিসাবে টেকসই ফ্যাশন প্রচার, এই শিল্পকে বাচিয়ে রাখতে এবং প্রাকৃতিক ঐতিহ্যকে সমুন্নত করতে আমি লক্ষ্য স্থাপন করেছি।’
আর্থ ডে নেটওয়ার্কের প্রেসিডেন্ট ক্যাথলিন রোজার্স বলেন, ‘আমরা বিশ্বাস করি বিবি রাসেলের মতো বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে আমরা লাখো মানুষের কাছে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে এবং তাদেরকে এ সমস্যা মোকাবিলায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সক্ষম হবো। আর্থ ডে নেটওয়ার্কের পক্ষ থেকে, আমি বিবি রাসেলকে আর্থ ডে নেটওয়ার্ক বাংলাদেশের বিশেষ দূত ঘোষণা করছি।’
উল্লেখ্য, ১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথম আন্তর্জাতিক ধরিত্রী দিবসে আর্থ ডে নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়।