শুরু হয়েছে নিউইয়র্ক ফ্যাশন উইক। ম্যানহাটানের বিভিন্ন ভেন্যুতে চলছে আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের সেলিব্রিটিরা গিয়েছেন সেখানে। অংশ নিয়েছেন বাংলাদেশি দুই মডেল মোজেজা আশরাফ মোনালিসা ও ফারহান চৌধুরী। ৮ সেপ্টেম্বর ফ্যাশন উইকে রানওয়েতে হেঁটেছেন উভয়ে। শোতে বাংলাদেশের নারী-পুরুষের পোশাক শাড়ি, সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি উপস্থাপন করা হয়। এসব পোশাক পরে র্যাম্পে হেঁটেছেন বিদেশি মডেলরাও। বাংলাদেশি ফ্যাশন হাউস সপ্তপর্ণার কর্ণধার পারভিজ চৌধুরীর ডিজাইন করা পোশাকে শোর কোরিওগ্রাফার ছিলেন ফারহান চৌধুরী।
মোনালিসা বলেন, ‘বাঙালি নারীর অহংকার ও ঐতিহ্যের পোশাক শাড়িকে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে পেরে আমি আনন্দিত। ফ্যাশন উইকের সার্বিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।’
মডেল ফারহান চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে উপস্থাপন করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি।’