নগরীর মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার নবনির্মিত এসকেএস টাওয়ারে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স। এটি হবে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা। ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হবে। স্টার সিনেপ্লেক্সের ম্যানেজার ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ওই টাওয়ারে তিনটি হল থাকবে। সেগুলোতে ২০ অক্টোবর থেকে সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকেরা। নান্দনিক পরিবেশ, উন্নত প্রযুক্তির সাউন্ড সিস্টেম, বড় স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের সব সুযোগ-সুবিধা থাকবে সেখানে। জানা গেছে, হলে তিন ক্যাটাগরির আসন থাকবে। রেগুলার চেয়ারের পাশাপাশি সংযোজিত হবে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি।
Related Projects
গ্যাজেট অ্যান্ড গিয়ারে অফিশিয়াল আইফোন ১৭
- October 12, 2025
নতুন আইফোন কিনলেই ক্রেতারা উপভোগ করতে পারবেন ৩৬,৯৯৯ টাকায় অ্যাপল ওয়াচ আলট্রা ২ অথবা ফ্রি অ্যাপল এয়ারপডস প্রো ২ বা ফ্রি এয়ারপডস ৪ (এএনসি)

