নগরীর মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার নবনির্মিত এসকেএস টাওয়ারে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স। এটি হবে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা। ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হবে। স্টার সিনেপ্লেক্সের ম্যানেজার ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ওই টাওয়ারে তিনটি হল থাকবে। সেগুলোতে ২০ অক্টোবর থেকে সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকেরা। নান্দনিক পরিবেশ, উন্নত প্রযুক্তির সাউন্ড সিস্টেম, বড় স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের সব সুযোগ-সুবিধা থাকবে সেখানে। জানা গেছে, হলে তিন ক্যাটাগরির আসন থাকবে। রেগুলার চেয়ারের পাশাপাশি সংযোজিত হবে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি।
Related Projects
সারিনায় চলছে ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন টেন ডেজ’
- August 14, 2022
ফাইভ স্টার হোটেল সারিনার সামারফিল্ড…
ক্যান্সার আক্রান্ত শিশুরা সিনেমা দেখল সিনেপ্লেক্সে
- November 13, 2022
ক্যানভাস রিপোর্ট: ১১ নভেম্বর বিশ্বের…
ঢাকা রিজেন্সিতে ‘দ্যা লোকাল কালিনারী হেরিটেজ অফ বাংলাদেশ’
- November 3, 2022
ক্যানভাস রিপোর্ট: ৩ নভেম্বর…