বাংলাদেশি ক্রেতাদের জন্য হোলসেল হাইপার মার্কেট ‘হোলসেল ক্লাব’ উদ্বোধন করেছে যমুনা গ্রুপ। ১৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে হোলসেল ক্লাবটির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। এটি যমুনা ফিউচার পার্কের বেইজমেন্ট-২-এ অবস্থিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম, পরিচালক মনিকা নাজনিন ইসলাম, পরিচালক সুমাইয়া হোসেন ইসলাম (রোজালিন), পরিচালক (হিসাব) শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, পরিচালক কামরুল ইসলাম, পরিচালক জাকির হোসেন, পরিচালক মেহনাজ ইসলাম (তানিয়া) প্রমুখ।
হোলসেল ক্লাবটির আয়তন প্রায় ১ লাখ বর্গফুট। এ সুপারশপ সব সময় খোলা। থাকবে কার পার্কিং সুবিধাও। হাইপার মার্কেটে শতভাগ ভেজালমুক্ত দেশি-বিদেশি ৫ শতাধিক পণ্য থাকবে।
শ ম রেজাউল করিম বলেন, ‘যমুনা ফিউচার পার্কের মতো এত বড় এটি প্রতিষ্ঠান গড়ে তুলতে অনেক বাধা পেরিয়ে আসতে হয়েছে। কিন্তু সততা, নিষ্ঠা, নিরলস প্রচেষ্টার মাধ্যমে ব্যবসা করে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন। যমুনা গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠান চমৎকারভাবে চলছে।’
নুরুল ইসলাম বলেন, ‘আমি আপনাদের ওয়াদা করছি, এখানে ভেজালমুক্ত পণ্য ন্যায্যমূল্যে পাবেন। কোনো প্রকার প্রতারিত হবেন না। এখানকার ব্যবসায়ীরা কোনো প্রকার ছলচাতুরী করতে পারবেন না। এখানে শপিং করে সবাই খুশি হবেন।’