নারীকে শক্তি ও সাহসের অপর নাম ভাবা হয়। আন্তর্জাতিক নারী দিবসে কে-ক্র্যাফ্ট এর পক্ষ থেকে সকল নারীকে জানানো হয়েছে অভিনন্দন। নারী দিবসের প্রতীক বেগুনি রং সৃজনশীলতা, প্রেরণা বিশ্বস্ততা, একনিষ্ঠতা, গৌরব, আভিজাত্য ও শক্তিকে উপস্থাপন করে। নারী দিবসকে সমৃদ্ধ করার জন্য কে ক্র্যাফট এর আয়োজনে থাকছে সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি। নারী দিবসের পোশাকগুলো কে ক্র্যাফট এর আউটলেট ছাড়াও অনলাইন স্টোর http://Kaykraft.comথেকে সংগ্রহ করা যাবে।
Related Projects
হুডি ব্লাংকেট
- January 3, 2024
হিম হিম দিনে গায়ে জড়িয়ে নিলেই, সই! কম্বলকে বলা যাবে টাটা-বাই বাই। কারণ নিজেই তো মুড়িয়ে আছেন ওম ওম কম্বলে
‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন বচ্চন
- September 26, 2019
ভারতের কেন্দ্রীয় পুরস্কারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ…