নারীকে শক্তি ও সাহসের অপর নাম ভাবা হয়। আন্তর্জাতিক নারী দিবসে কে-ক্র্যাফ্ট এর পক্ষ থেকে সকল নারীকে জানানো হয়েছে অভিনন্দন। নারী দিবসের প্রতীক বেগুনি রং সৃজনশীলতা, প্রেরণা বিশ্বস্ততা, একনিষ্ঠতা, গৌরব, আভিজাত্য ও শক্তিকে উপস্থাপন করে। নারী দিবসকে সমৃদ্ধ করার জন্য কে ক্র্যাফট এর আয়োজনে থাকছে সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি। নারী দিবসের পোশাকগুলো কে ক্র্যাফট এর আউটলেট ছাড়াও অনলাইন স্টোর http://Kaykraft.comথেকে সংগ্রহ করা যাবে।
Related Projects
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রসারে টিকটক ওয়ার্কশপ
- December 8, 2024
ওয়ার্কশপের অন্যতম প্রধান দিক ছিল টিকটকে কনটেন্ট তৈরিতে সত্যতা এবং সৃজনশীলতার গুরুত্বের বিষয়টি