skip to Main Content

ফিচার I রূপান্তরের মুখশ্রী

এবার বিউটি বক্স ভরে উঠুক গ্রীষ্মবান্ধব সাজ উপকরণে। উষ্ণতায় উপযোগী, সাজেও চমক আনতে যথেষ্ট

বেইজে নয় বাড়াবাড়ি
গরম আর আর্দ্রতা ত্বককে তেলতেলে, স্যাঁতসেঁতে করে তোলে। একটা অস্বস্তিকর ভারী ভাব অনুভূত হয় এতে। এ থেকে পরিত্রাণের সহজ উপায় হলো, মেকআপ বেইজকে যতটা সম্ভব হালকা রাখা। তাতে লোমকূপে স্বাভাবিক সক্রিয়তা বজায় থাকবে। তাই শীত শেষে গরমের শুরুতেই বদলে ফেলা চাই ফাউন্ডেশন। এ সময় ফুল কাভারেজ দেওয়া ভারী ফাউন্ডেশনের চমৎকার বিকল্প হতে পারে বিবি অথবা সিসি ক্রিম। নিদেনপক্ষে এসপিএফ ৩০ যুক্ত। এর ব্যবহারে একই সঙ্গে অনেকগুলো সুবিধা পাওয়া যাবে। মেকআপ লুক দেওয়ার পাশাপাশি ত্বককে আর্দ্র রাখবে, দাগছোপ ঢেকে রাখবে আর সূর্য থেকে দেবে সুরক্ষা। টিন্টেড ময়শ্চারাইজারও এ সময় ব্যবহার উপযোগী। চেহারায় আর্দ্রতার জোগান দেওয়ার পাশাপাশি সতেজ মেকআপ লুক তৈরিতে দারুণ।
মেল্ট হওয়া মানা
গরম মানেই ঘেমে-নেয়ে মেকআপের গলে যাওয়ার বিড়ম্বনা। চোখের সাজ পান্ডা বা র‌্যাকুনের মতো যেন না হয়ে ওঠে, সে জন্য চাই একটুখানি সচেতনতা। সোয়েটপ্রুফ ফর্মুলার আই মেকআপ এ মৌসুমে সবচেয়ে বড় বন্ধু। আইশ্যাডো, আইলাইনার, মাসকারা বা কাজল হওয়া চাই স্মাজপ্রুফও। এতে ত্বক ঘেমে-নেয়ে একাকার হলেও চোখের সাজ থাকবে অটুট। লেপ্টে নষ্ট হয়ে যাবে না। ট্রান্সফারপ্রুফ হলে তো আরও ভালো। এসব ফর্মুলায় চোখকে সুন্দর সংজ্ঞায়িত করা যায়। প্রতিটা টান দেখায় সুস্পষ্ট। আইশ্যাডো রঙ বাছাইয়ের ক্ষেত্রে এ বছরের ট্রেন্ডগুলোকে প্রাধান্য দেওয়াই যেতে পারে। গোলাপি, কমলা, সোনালির মতো ট্রপিক্যাল রঙগুলোসমেত আইশ্যাডো প্যালেট তাই থাকুক পছন্দের শীর্ষে। আর কালো বা বাদামির বদলে রঙহীন ক্লিয়ার মাসকারা যদি ব্যবহার করা যায়, তাহলেও সাজ নষ্ট হওয়ার আশঙ্কা কমে যাবে অনেকখানি।
উজ্জ্বলতায় আপসহীন
গরমেও চাই গ্লোয়িং ত্বক। হাইলাইটারের ব্যবহার সবচেয়ে সহজ উপায়। তবে রেগুলার লিকুইড বা পাউডার হাইলাইটার নয়, এ মৌসুমে খানিকটা পাল্টে নেওয়া চাই ফর্মুলা। উষ্ণ আবহাওয়ার জন্য টেইলরড মেইড হিসেবে বেশ জনপ্রিয় জেল টেক্সচার। আর সুখবর হচ্ছে, জেল বেসড হাইলাইটারও এখন বাজারে মিলে যায় অনায়াসে। তেলে থেকে শুষ্ক- মানিয়ে যায় সব ধরনের ত্বকে। আলট্রা ফাইন পার্টিকলযুক্ত, বিন্ডেবল জেল মুজ হাইব্রিড ফর্মুলার এ হাইলাইটারগুলো ত্বকে দেয় শিশিরসিক্ত উজ্জ্বলতা। আর যাদের সান কিসড লুক পছন্দ, তাদের জন্য লাইট ওয়েট বাটারি ফর্মুলার ব্রোঞ্জার জুতসই, যা ত্বকের সংস্পর্শে এসে গলে যাবে। দেবে উষ্ণ, উজ্জ্বল আভা।
গরমেও আরাম
তাপমাত্রার ঊর্ধ্বগতি গ্রীষ্মে ঠোঁটের আর্দ্রতা শুষে নেয়। ফলে তা হয়ে ওঠে শুষ্ক আর খসখসে। চামড়া ওঠার সমস্যাও দেখা দেয় অনেকের। তাই গরমে ঠোঁটের সুস্থতায় প্রথমেই চাই স্ক্রাব। এর নিয়মিত ব্যবহারে মৃতকোষ দূর হবে, দেখাবে পুষ্ট, কোমল এবং মসৃণ। তারপর ঠোঁট সাজাতে ওয়াটার জেল বেসড লিপ টিন্টই এ মৌসুমে সেরা। ময়শ্চারাইজড রাখার জন্য। সঙ্গে ঠোঁট হয়ে ওঠে প্রকৃতিপ্রাণিত মৃদু ও রঙিন। এ ছাড়া আরও আরামদায়ক এবং মিনিমাল লুকের জন্য ক্লিয়ার লিপগ্লসও মন্দ দেখাবে না। বেছে নেওয়া যেতে পারে মাল্টিটাস্কিং ফর্মুলার মুজ টেক্সচারের লিপস্টিক; যা ঠোঁট রাঙাবে, সঙ্গে ব্যবহার করা যাবে ব্লাশন হিসেবেও।

 জাহেরা শিরীন
মডেল: নিল
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top