করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে সর্বাত্মক চেষ্টা হিসেবে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে ফ্যাশন ব্র্যান্ড ‘ব্রোক্’। অনলাইনের মাধ্যমে ‘নিলাম’ এর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। তাতে ভিনটেজ ছাড়াও থাকবে নিউ ক্লথ। কুহু প্লামন্দন- এর পোশাকও থাকবে নিলামে।
নিলাম কার্যক্রম ১১ মে আরম্ভ হলেও অনলাইনে তা শুরু হবে ২১ মে। শেষ হবে ২২ মে। নিলাম চলবে রাত ৮টা থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত। শুধুমাত্র রেজিস্টার্ড কাস্টোমাররাই নিলামে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ‘ব্রোক্’-এর স্বত্বাধিকারী মাহেনাজ চৌধুরী।
অনলাইন নিলাম হবে ‘জুম’ সফটওয়্যারের মাধ্যমে। পণ্যগুলো সেখানেই প্রদর্শন করা হবে। সর্বোচ্চ দরদাতা বিকাশ কিংবা ব্যাংক লেনদেনের মাধ্যমে দাম পরিশোধ করতে পারবেন। ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারির মাধ্যমে।
‘ব্রোক্’ মূলত নারী-পুরুষ উভয়ের পোশাক বিক্রি করে থাকে। প্রতিষ্ঠানটির পণ্যগুলোর মধ্যে শাড়ি, সালোয়ার-কামিজ, দোপাট্টা, ব্যাগ, পার্টি ড্রেস, শার্ট ও প্যান্ট ক্রেতাসমাদৃত।