২০১৮ সালের মিলান ফ্যাশন উইকে প্রখ্যাত ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন হাউস গুচি’র ক্রিয়েটিভ ডিরেক্টর আলেসসান্দ্রো মিকেলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন তার শো’তে মডেলদের যার যার হাতে তার তার ‘নকল’ মাথা ধরিয়ে দিয়ে! এতদিন পর সেই ঘটনার ব্যাখ্যা দিলেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে মিকেলে জানান, এই আইডিয়া আসলে তিনি নতুন প্রজন্মের কাছ থেকে পেয়েছিলেন। কিশোর প্রজন্মের মনে আইডিয়াটি দারুণ প্রভাব ফেলবে, এমনটাই মনে হয়েছিল তার; খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।
প্রখ্যাত এই ফ্যাশন ডিজাইনারের দাবি, মডেলদের হাতে নিজ নিজ ‘কাটামুণ্ডু’ ধরিয়ে দিয়ে ওই শো’তে হাজির থাকা দর্শকদের তিনি মোটেও ভড়কে দিতে চাননি; বরং একটা নতুন মাত্রা যোগ করতে চেয়েছিলেন।
বলা বাহুল্য, ওই শো ফ্যাশন দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছিল। একপক্ষ এই আইডিয়াকে সাধুবাদ জানালে অপরপক্ষ ছিল রীতিমত ক্ষিপ্ত।