skip to Main Content

ফিচার I ঐতিহ্যের মাধুর্যে আরাজ সিরামিক

হান্ডি যেন গায়ে পরে আছে নকশিকাঁথা! এমনকি জামদানিও! যেন কোনো সুনিপুণ শিল্পীর ছোঁয়ায় স্বয়ং শিল্পকর্মে পরিণত হয়েছে শুধু হান্ডি নয়, ডিনার সেট, টি-সেট, কফি মগসহ বেশ কিছু পণ্যে। থরে থরে সাজানো এমন শিল্পসম্ভারের দেখা মিলল রাজধানীর গুলশানে, আরাজ সিরামিকের আউটলেটে।
দেশীয় ঐতিহ্যের চিহ্ন সিরামিকে এঁকে দিতে দারুণ এই উদ্যোগ নিয়ে কাজ করছে আরাজ সিরামিক। প্রচলিত ধারণার গন্ডি পেরিয়ে, নিত্যপ্রয়োজনীয় বাসনপত্র সাজিয়ে তুলছে নকশিকাঁথা ও জামদানি মোটিফে। তাই আরাজের ডিনার সেট থেকে শুরু করে টি-সেট, হান্ডি, ফুলদানি, মগ ইত্যাদি পণ্যে ঐতিহ্যবাহী শিল্পরুচির মাধুর্যের দেখা মেলে।
এই ডিজাইনগুলো আরাজের সিগনেচার আইটেম। ‘অন্য কেউ কপি করতে পারবে না,’ জানিয়ে আরাজ সিরামিকের স্বত্বাধিকারী সাজ্জাদ আলী শরীফ আরও বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে আসছি, ডিনার সেটসহ বেশির ভাগ সিরামিক পণ্যই দেখতে প্রায় একই নকশার। তাই ভাবলাম, কাপড়ে যেহেতু ট্র্যাডিশনাল নকশার ওপর কাজ চলছে, এটাকে সিরামিকেও নিয়ে আসতে পারি।’
২০২০ সালে করোনাভাইরাস মহামারির মধ্যেই স্বল্প পরিসরে যাত্রা শুরু আরাজ সিরামিকের। শুরুতেই দারুণ সাড়া পেয়ে একের পর এক ডিজাইন বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। তাদের সম্ভারে এখন ১২টি আইটেম। এ সংখ্যা আরও বাড়ানোর আশা নিয়ে চলছে পুরোদমে কাজ।
মি. সাজ্জাদ জানান, বিদেশিরা বাংলাদেশি ট্র্যাডিশনাল নকশার গিফট দিতে পছন্দ করেন বলে তাদের কাছে আরাজ সিরামিকের দারুণ কদর। ম্যানুফেকচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আর্টিসান সিরামিকস লিমিটেডের কারখানায় আমরা উৎপাদন করি। এই প্রতিষ্ঠানের সিইও মামুনুর রশিদের বিশেষ সহযোগিতা ও পরামর্শে আমরা এগিয়ে চলেছি। তিনি এ মাধ্যমে একজন পাইওনিয়ার। ১৫-২০ বছরের অভিজ্ঞতায় ঋদ্ধ তিনি। তার প্রতি বিশেষ কৃতজ্ঞ।’
পথচলা নতুন হলেও দেশের গন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়ায় সাজা আরাজ সিরামিকের পণ্য। আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েক দেশেই চাহিদামতো স্বল্প খরচে পৌঁছে দেওয়া হচ্ছে সেগুলো। এর মধ্যে অস্ট্রেলিয়ায় প্রিমিয়াম সুইটসে মিলছে এসব সিরামিক।
‘আমাদের হান্ডিগুলো বিয়ের ডালাতে সাজিয়ে দিচ্ছেন অনেকে। অনেকে এগুলো নিচ্ছেন গায়েহলুদের অনুষ্ঠানে মিষ্টি সাজানোর জন্য। অস্ট্রেলিয়া, লন্ডনে বিয়েতেও নিয়েছেন অনেক প্রবাসী ও বিদেশি। ভবিষ্যতে বড় আকারে এক্সপোর্টের চিন্তা করব,’ যোগ করেন মি. সাজ্জাদ।
তিনি আরও বলেন, ‘সাধারণ গ্রাহকদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি। অনলাইনে আমাদের একটা পেজ আছে (www.facebook.com/AraaazCeramics) । ওখান থেকে সাড়া পাচ্ছি নিয়মিত। বিয়ে, জন্মদিন বা কোনো অ্যানিভারসারিতে ব্যবহারের জন্য এসব পণ্যে কেউ যদি আমাদের কিছু লিখে দিতে বলে, আমরা সিরামিকের গায়ে সেটা লিখে খুব সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছি।’
ডিজাইনের পাশাপাশি কোয়ালিটির প্রশ্নেও কোনো আপস করে না আরাজ। মি. সাজ্জাদ বলেন, ‘আমরা খুবই হাই কোয়ালিটির সিরামিক নিয়ে কাজ করি। তাতে ২৪ ক্যারেট গোল্ড দিয়ে গোল্ড প্লেটিং ইউজ করছি। এ কারণে আমাদের পণ্য একটু কস্টলি। তবে ক্রেতারা খুশি।’
আরাজ সিরামিকের বিভিন্ন সেটের দাম ১ হাজার ৭০০ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত। গুলশান ১-এ মূল আউটলেট। তবে সেটি প্রচলিত শোরুমের মতো নয়। সেখানে সিলেকটিভ কাস্টমারদেরই পণ্য দেখানো হয়। তাই কেউ পণ্য নিতে চাইলে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট। অন্যদিকে, গুলশানের ইউনিমার্টে শিগগিরই খোলা হবে নতুন আউটলেট।

 ফুড ডেস্ক
ছবি: আরাজ সিরামিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top