ক্যানভাস ডেস্ক
৯৬ বছর বয়সে গত ৮ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। সিংহাসনে ছিলেন রেকর্ড ৭০ বছর ২১৪ দিন। তার মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে সর্বত্র।
তাকে সমাহিত করার আগের দিন, গত রোববার (১৮ সেপ্টেম্বর ২০২২) তার একটি নতুন এবং সর্বশেষ পোর্ট্রেট প্রকাশ করেছে রাজভবন বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ। রোনাল্ড ম্যাকেচনির তোলা ওই ছবিতে হাস্যোজ্জ্বল দেখা যায় রানিকে। তার পরনের ছিল একটি পাউডার ব্লু স্যুট। গলায় তার সিগনেচার থ্রি-স্ট্র্যান্ড পার্ল নেকলেস, আর এর সঙ্গে ম্যাচ করা ইয়াররিং।
এ ছাড়া তার বুকের ওপর আঁটা ছিল একটি অ্যাকোয়ামেরিন ব্রুচ, যেটি তিনি নিজের ১৮তম জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিলেন তার বাবা ও তৎকালীন রাজা জর্জের কাছ থেকে।
এই ছবি প্রসঙ্গে টুইটবার্তায় রাজপরিবার জানায়, ‘মহিয়সী রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সামনে রেখে এই নতুন ছবিটি প্রকাশ করা হলো। ছবিটি তোলা হয়েছিল সিংহাসনে তার প্ল্যাটিনাম জুবিলির স্বাক্ষর হিসেবে, যিনি প্রথম ব্রিটিশ শাসক হিসেবে এই মাইলস্টোন অর্জন করেছেন।’
বলে রাখা ভালো, সিংহাসনে রানির ৭০ বছরে পদার্পনকে প্ল্যাটিনাম জুবিলি হিসেবে গণ্য করা হয়েছে, যে মাইলফলক তিনি স্পর্শ করেছিলেন মাস কয়েক আগে।
- সূত্র: ভোগ ম্যাগাজিন