বাংলাদেশি হারবাল বিউটি প্রোডাক্ট ব্র্যান্ড আমলকির আয়োজনে স্কিন কেয়ার মাস্টার ক্লাস সম্পন্ন হয়েছে। ২১ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চলে এই ক্লাস। উদ্দেশ্য ছিলো সাধারণ মানুষের ত্বক সম্পর্কিত সমস্যার সহজ সমাধান। আমলকি ব্র্যান্ডের হারবালিস্ট এবং সিইও নন্দিতা শারমিন বলেন, ‘এই ক্লাসে আমি ত্বকের সমস্যা এবং দৈনন্দিন পরিচর্যা নিয়ে আলোচনা করেছি। এর সাথে একটা গাইডলাইন দিয়েছি যেটা সঠিক পদ্ধতিতে আপনাদের ত্বকের যত্ন নিতে সাহায্য করবে।‘
অংশগ্রহণকারীরা ওয়ার্কশপে ৫টি বিষয় সম্পর্কে ধারণা পান। এগুলি হচ্ছে, ফেস ম্যাসাজ, ফেস যোগ ব্যায়াম, একনি সম্পর্কিত সমস্যা, পিগমেন্টেশন এবং স্কিন কেয়ার প্রোডাক্ট সাইড ইফেক্ট।
২৮ জানুয়ারি নন্দিতা শারমিন বন্দর নগরী চট্টগ্রামের চিটাগং ক্লাবে উপস্থিত থাকবেন আমলকি আয়োজিত মিট এন্ড গ্রিট প্রোগ্রামে। এখানে তিনি তাঁর ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলবেন। পরের দিন ২৯ জানুয়ারি তিনি এই শহরের ফেয়ার টাচ বিউটি পার্লারে ওয়ার্কশপে অংশ নেবেন।