ছোট-বড় সবার মাঝেই দিন দিন ফ্যাশন বিষয়ে সচেতনতা বাড়ছে। সময়, পরিবেশ ও স্থানের বিচারে পোশাকেও আসে ভিন্নতা। তবে কিছু কিছু সামান্য ভুলের কারণে অনেক সময় নিজের ফ্যাশন সেন্স নিয়ে অনেকেই বিব্রত হন। সম্প্রতি স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড এক্সট্যাসি তুলে ধরে ফ্যাশনের তেমনই ১৩টি কমন ভুল। যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সোলায়মান সুখন তার ফেসবুকে কথা বলেছেন ভিডিও বার্তার মাধ্যমে। ছয় মিনিটের এই ভিডিও বার্তায় প্রতিদিনের কমন ফ্যাশন মিসটেক এবং এর সমাধান তুলে ধরেন তিনি। সোলায়মান সুখন ও এক্সট্যাসির ফেসবুক ফ্যান পেজে দেখা যাবে ভিডিওটি। যেখানে সোলায়মান সুখন কথা বলেছেন, কখন কোথায় কোন ধরনের পোশাক পরতে হবে, শার্টের স্লিভ কীভাবে রোল করতে হবে, শার্ট ইন করার পদ্ধতি ইত্যাদি বিষয়ে।