স্টাইল আইকন হিসেবে পিছিয়ে নেই ফুটবলাররা। পর্তুগিজ সেনসেশন ক্রিস্টিয়ানো রোনালদো থেকে দেশি বয় জামাল ভূঁইয়া। ফ্যাশনিস্তাদের মনে তাদের স্টাইল হরদম দোলা দিয়ে যায়। প্রমীলা ফুটবলাররা বোধ করি আরেক ধাপ এগিয়ে।
বর্তমানে ফুটবল ময়দান দাপিয়ে বেড়ানো এমনই পাঁচজন আন্তর্জাতিক তারকার ফ্যাশন স্টেটমেন্টে রাখা যাক নজর:

অ্যালেক্স মরগান
আমেরিকান পেশাদার ফুটবলার অ্যালেক্স মরগান খেলেন স্ট্রাইকার পজিশনে। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার, ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার ন্যাশনাল উইমেন’স সকার লিগের (এনডব্লিউএসএল) ক্লাব স্যান ডিয়েগো ওয়েভ এফসি’র ক্যাপ্টেন। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত খেলেছেন দুই শতাধিক ম্যাচ; গোলের সংখ্যা ১২১। ফুটবলে বিউটি ও টেলেন্টের এক দারুণ জোট হিসেবে গণ্য করা হয় তাকে। প্রমাণ, ইনস্টাগ্রামে: @alexmorgan13। ইতোমধ্যেই ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ ও ‘টাইম ম্যাগাজিন’সহ বেশ কিছু স্পোর্টস ও লাইফস্টাইল ম্যাগাজিনের কভার মডেল হিসেবেও কাজ করেছেন।

সিডনি লিরো
জন্মসূত্রে কানাডিয়ান হলেও খেলেন যুক্তরাষ্ট্র প্রমীলা ফুটবল দলে। ক্লাব ফুটবলে এনডব্লিউএসএলের অ্যাঞ্জেল সিটি এফসি’র ফরোয়ার্ড। ৩৩ বছর বয়সী সিডনি লিরোর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। জাতীয় দলের হয়ে ৭৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন। ফুটবল মাঠে তার খেলোয়াড়ি দক্ষতার পাশাপাশি দৈহিক সৌন্দর্যও স্টাইলিশের তকমা দিয়েছে তাকে। নাইক, বডি আর্মার এবং ইএ’র মতো বিখ্যাত ব্র্যান্ডের মডেল হিসেবেও তিনি আলোচিত। ইনস্টাগ্রাম: @sydneyleroux

লরেন সেসেলমান
বয়স ৩৯ হলেও এখনো মাঠ দাবড়াচ্ছেন আমেরিকান বংশোদ্ভুত কানাডিয়ান তারকা ফুটবলার লরেন সেসেলমান। একইসঙ্গে ডিফেন্ডার ও ফরোয়ার্ড– দুই ভিন্নমুখী পজিশনে খেলার দুর্দান্ত ও বিরল দক্ষতা রয়েছে তার। আমেরিকান ফুটবল ক্লাব স্যান্টা ক্লারিটা ব্লু হিটে খেলেন। জাতীয় দলের হয়ে প্রায় অর্ধশত ম্যাচে মাঠে নেমেছেন। ফ্যাশন ও বিউটি অন্ট্রাপ্রেনার হিসেবেও খ্যাতি রয়েছে তার। ইনস্টাগ্রাম: @lsesslmann

জর্ডিন হুইটিমা
এনডব্লিউএসএল-এ ওএল রেইন ক্লাবের এই ফরোয়ার্ডের বয়স ২২। কানাডিয়ান জাতীয় দলের হয়ে এ পর্যন্ত মাঠে নেমেছেন ৬৪ ম্যাচে। উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। কানাডিয়ান ফুটবলে নতুন প্রজন্মের অন্যতম প্রেরণা। খেলার দক্ষতার পাশাপাশি তার ফ্যাশন স্টেটমেন্ট অনেকের কাছেই তাকে পরিণত করেছে প্রিয় খেলোয়াড়ে। ইনস্টাগ্রাম: @jordynhuitema

নিচেল প্রিন্স
কানাডিয়ান এই ফুটবলার খেলেন আমেরিকান ক্লাব হাস্টন ড্যাশে, ফরোয়ার্ড পজিশনে। ২৮ বছর বয়সী, ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার নিচেল জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৯০ ম্যাচে খেলেছেন। এর মধ্যে অলিম্পিন গোল্ড মেডেল ঝুলিতে রয়েছে তার। দৈহিক সৌন্দর্য ও খেলোয়াড়ি দক্ষতা তাকে এনে দিয়েছে তারকা খ্যাতি। ইনস্টাগ্রাম: @nprince7
একই সঙ্গে খেলা ও ফ্যাশন স্টেটমেন্টে প্রমীলা ফুটবল দুনিয়া এই মুহূর্তে মাত করে রাখার এ তালিকায় আরও আসতে পারে মেক্সিকান নায়েলি র্যাঙ্গেল [@nayerangel], জার্মান সেলিনা ওয়াগনার [@wagner.sel], জার্মান নিকোল বানেচকি [@nicolebanecki], জাপানিজ নাহোমি কাওয়াসুমি [@naho_kawasumi_9], আমেরিকান ম্যালোরি পু [@malpugh] প্রমুখের নাম।
- ক্যানভাস অনলাইন

