ইন্টারনেট দুনিয়ায় সঙ্গী খুঁজতে অনেকে হরহামেশাই ডেটিং ওয়েবসাইটগুলোতে ঘুরে বেড়ান। অপর দিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের বড় একটি অংশের রিলেশনশিপ স্ট্যাটাস এখনো ‘সিঙ্গেল’। তাদের জন্যই নতুন ডেটিং সার্ভিস চালু করার ঘোষণা দিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ক্যালিফোর্নিয়ায় গত মঙ্গলবার শুরু হওয়া ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলনে ঘোষণাটি দেওয়া হয়। তিনি বলেন, প্রায় ২০০ মিলিয়ন ব্যবহারহারী ফেসবুকে নিজেদের রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গেল’ লিখেছেন। তাদের কথা মাথায় রেখে আমরা নতুন এই ফিচারের পরিকল্পনা করছি। শিগগিরই এটি চালু হবে। ডেটিং সার্ভিস চালু হলে সারা বিশ্বের তরুণ-তরুণীদের জীবনসঙ্গী খোঁজা সহজ হবে। ফেসবুকের জনপ্রিয়তা আরও বাড়বে এবং ব্যবহারকারীরা আরও বেশি সময় কাটাবেন ফেসবুকে।
ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর আরও গুরুত্ব দেওয়া হবে বলেও জানান জাকারবার্গ। এ ঘোষণার পর ওই দিনই ফেসবুকের শেয়ারের দাম ১.১ শতাংশ বেড়ে ১৭৩.৮৬ ডলারে ওঠে।
অপর দিকে যুক্তরাষ্ট্রের পর এবার নিউজিল্যান্ডে ‘ডাউনভোট’ বাটন চালু করেছে ফেসবুক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে। মূলত কারও আপত্তিকর বা অপছন্দের মন্তব্য মুছে ফেলা বা লুকিয়ে রাখার জন্য কাজ করবে ডাউনভোট বাটন। ডাউনভোট বাটনকে অনেকে ডিসলাইক বাটন হিসেবে চিহ্নিত করেন। তবে ফেসবুক কর্তৃপক্ষ এটাকে ডিসলাইক বাটন বলতে নারাজ। অনেক প্রযুক্তি বিশ্লেষক টুলটির সমালোচনা করে বলেছেন, এটা ফেসবুক ব্যবহারকারীদের নিরুৎসাহিত করবে।