টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে ৬ষ্ঠ আউটলেট উদ্বোধন করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ক্লোদেন। নতুন এই আউটলেট চালুর মাধ্যমে আধুনিক, মানসম্মত ও ট্রেন্ডি পোশাক এখন শহরটির গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে গেল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লোদেন কর্তৃপক্ষ জানায়, নতুন আউটলেটে থাকবে দৈনন্দিন ব্যবহার উপযোগী পোশাক থেকে শুরু করে প্রিমিয়াম সিগনেচার কালেকশন পর্যন্ত ব্র্যান্ডের সবধরনের পণ্য। আউটলেট সাজানো হয়েছে গ্রাহকদের আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় শপিং অভিজ্ঞতা নিশ্চিতের উদ্দেশ্যে।

ব্র্যান্ডটির হেড অব ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং সোয়েব রহমান বলেন, ‘আমরা দেশজুড়ে ক্লোদেনের বিস্তার এবং ব্র্যান্ড উন্নয়নে কাজ করছি। টাঙ্গাইলে আমাদের ৬ষ্ঠ আউটলেট উদ্বোধন গ্রাহকদের ভালোবাসা ও সমর্থনেরই বহিঃপ্রকাশ। মান, নকশা ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে ক্লোদেন সব সময় গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে চায়।’
উদ্বোধন উপলক্ষে ক্লোদেন ঘোষণা করেছে বিশেষ অফার। যার মধ্যে রয়েছে, প্রথম ১০০ ক্রেতার জন্য ফ্রি ক্লোদেন ব্র্যান্ডেড টি-শার্ট এবং প্রথম ৭ দিন সকল পণ্যে বিশেষ ছাড়। আউটলেটের ঠিকানা: হাউস নং ৫৬, ২য় তলা, আকুর টাকুর পাড়া, জেলা সদর রোড, টাঙ্গাইল।
- ক্যানভাস অনলাইন
ছবি: ক্লোদেন-এর সৌজন্যে

