সম্প্রতি গুলশানের পুলিশ প্লাজায় স্থান করে নিল ব্ল্যাকের নতুন শাখা। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সায়েদুন্নাহার। আরও ছিলেন দেশের প্রখ্যাত ডিজাইনারসহ টিভি এবং সংগীতাঙ্গনের তারকারা। শোরুমটিতে থাকছে বিভিন্ন বয়সের তরুণ-তরুণীদের পোশাক। যারা পোশাক কিনতে ভারতসহ বিভিন্ন দেশে যান, তাদের কথা বিবেচনা করেই এক্সক্লুসিভ কালেকশনগুলো রাখা হয়েছে ব্ল্যাকের এই আউটলেটে। শাড়ি, থ্রি-পিসসহ অন্যান্য পোশাকে রয়েছে ভারতীয় পোশাকের ডিজাইন ও দেশীয় সংস্কৃতির মিশ্রণ।
Related Projects
পূজার ‘খুশি’তে রঙিন ‘সারা’
- September 29, 2024
উচ্চ মানের কাপড়, সুঁই-সুতোর বুনন এবং উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে। সৌন্দর্য ও আরামের সমন্বয়ে পূজা সংগ্রহকে পরিপূর্ণ করে তুলেছে
‘ডেসপিকেবল মি ফোর’ বাংলাদেশে
- July 3, 2024
এই সিরিজের প্রথম ছবি ২০১০ সালে, দ্বিতীয় কিস্তি ২০১৩ সালে এবং তৃতীয় কিস্তি ২০১৭ সালে মুক্তি পায়