ডোরিন ডেভেলপমেন্টস লিমিটেড রিয়েল-এস্টেট বাজারে অ্যাক্সক্লুসিভ অ্যাসেট প্রদর্শনের জন্য ঢাকা শহরে তিন দিনব্যাপী সম্পত্তি মেলার আয়োজন সম্পন্ন হয়েছে। কোম্পানিটি প্রথমবারের মতো ডোরিন টাওয়ারে ‘ডোরিন মনসুন লাক্সারি প্রপার্টি ফেয়ার’ নামে এই মেলার আয়োজন করে। গত শনিবার (২৯ জুলাই ২০২৩) আয়োজনটি শেষ হয়।
ডোরিন ডেভেলপমেন্টসের হেড অব ব্র্যান্ড শুভদীপ মুখার্জি বলেন, ‘গত পাঁচ বছরে অর্থনীতির ন্যায় রিয়েল-এস্টেট শিল্পের প্রবৃদ্ধি সর্বোত্তম।’ তবে সিমেন্ট, রড এবং সম্পত্তি নিবন্ধন ফি-এর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এই খাতের আরও বৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ, তিনি পর্যবেক্ষণ করেন।
‘একটি মধ্য আয়ের গোষ্ঠী রয়েছে যারা রিয়েল এস্টেটের প্রধান টার্গেট গ্রুপ। ফলে কাঁচামালের এই ধরনের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি তাদের ব্যাপকভাবে প্রভাবিত করছে,’ মি. মুখার্জি বলেছেন। তিনি সংশ্লিষ্ট শিল্প ও ক্রেতাদের বিশেষভাবে সহায়তা করতে দাম বৃদ্ধি রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
আয়োজকদের মতে, ডোরিন মনসুন লাক্সারি প্রপার্টি ফেয়ার রিয়েল-এস্টেট বাজারে ক্রেতাদের সমস্ত ইচ্ছা এবং প্রত্যাশা পূরণ করেছে।
- ফুয়াদ/ ক্যানভাস অনলাইন