টেকসই তত্ত্বের সঙ্গে সমসাময়িক স্টাইলের ব্লেন্ডিং দেখা যায় ফ্যাশন ডিজাইনার তানহা শেখের কাজে। তার ফ্যাশন লেবেল ‘তান’। নতুন আয়োজনে ‘রাইডিং দ্য ওয়েভস অব লাইফ’ শিরোনামে রিসোর্ট কালেকশন নিয়ে এসেছে ব্র্যান্ডটি।
বাংলাদেশের ঐতিহ্যবাহী বয়নশিল্প ও প্রকৃতিকে খুঁজে পাওয়া যায় সংগ্রহটিতে।
ফ্যাব্রিক ব্যবহারে তানহা পরিবেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। কাপড়গুলোর সৌন্দর্যের পাশাপাশি তিনি এর প্রস্তুত পদ্ধতি নিয়েও ভেবেছেন। ইথিকাল প্রোডাকশন এবং রেস্পন্সিবেল সোর্স সিস্টেম সম্পর্কে নিশ্চিত হয়েছেন।
সিরিজটির উৎসাহ সম্পর্কে তানহা বলেছেন সমুদ্রের ঢেউ’র ছন্দময়তার কথা। এক একটি ঢেউ সমুদ্র তীরে আছড়ে পড়ে, আবার সেখান থেকে শুরু করে নতুন যাত্রা। একই সঙ্গে নদীর উপকূলরেখার চলমান বদলও তাকে উৎসাহিত করেছে। এসবেই অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন তিনি।
পোশাকগুলোর রঙে নীল, স্যান্ডি বেইজ আর আর্দ্র ব্রাউনের মায়া। ফ্যাব্রিকের জমিনে দেখা যায় মসৃণ আর বন্ধুর সন্ধি। রাফ, গ্রেইনির সঙ্গে কোমল কাপড়ের মিশে যাওয়া। ঢেউ এসে তীরে বালির সঙ্গে একাকার হওয়াকে এখানে প্রকাশ করেছেন ডিজাইনার।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন