skip to Main Content

লাউড স্টেটমেন্ট জুয়েলারি ট্রেন্ড এসেছে। ধারণা করা হচ্ছে জাকিয়ে বসবে এবারে। দীর্ঘ এই কানের দুলের সৌন্দর্য সব দিকে। গঠনে ও অলঙ্করণে নান্দনিক। মনোযোগ কেড়ে নেয়ার দারুণ ক্ষমতা আছে এর, এমনটাই শোনা যাচ্ছে।

জনপ্রিয় ফ্যাশন লেবেল ভ্যালেন্টিনোর ২০২৩-২৪ ওত কতুর শো তে  আমেরিকান মডেল ও অভিনেত্রী কাইয়া গারবা পরেছিলেন লিরিকাল ডিজাইনের লম্বা ঝুলের দুল। ক্রেতাপ্রিয় ট্রেড নেইম শ্যানেলের স্প্রিং সামার কালেকশন ২০২৩ এ দেখা গিয়েছে উচ্ছসিত উপস্থিতি। প্যারিসের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড বালমাও লং ড্রপ ইয়ারিং নিয়ে হাজির হয়েছিলো। এর আগে ২০২২ এর কান ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোনের কানেও দেখা গেছে এমন দুলের ঝলক।

কাঁধ ছুঁয়ে যাওয়া এই কানের দুলে দেখা যায় দীর্ঘ ডাইমিনেশন। সেই শেপে নানান রকম গঠনগত নকশা। সাজিয়ে নিতে  বিভিন্ন ধরনের স্টোন ব্যবহার করতে দেখা যায়। সেগুলি এক রং অথবা অনেক রকম রং এর হতে পারে। পুরোনো নকশার আধুনিকায়ন বলা যেতে পারে এই লং ইয়ার রিংকে। অভিনবত্ব অনস্বীকার্য। মাস্ট হ্যাভ পিস হিসেবে বিবেচনা করা যেতে পারে বর্তমানে। উদাহরণে দেয়া যেতে পারে কয়েকটি ট্রেন্ডি ডিজাইনের।

অরনেট শ্যান্ডলিয়ারের ইয়ার রিংস। সুপার গ্লাম এই কানের দুল যে কোন বেসিক আউটফিটের সাথে মানিয়ে যায়। ইজি লাক্সারি।

বোল্ড হুপ মোস্ট বেসিক। হালকা ওজনের এই রিং যেনো লেস ইজ মোরের যোগ্য নমুনা

অডাসিয়াস স্টেটমেন্ট রং আর টেক্সচারের দুর্দান্ত ক্যানভাস। পোশাকের সাথে কন্ট্রাস্ট করলে বেশ লাগে। বিশেষ উপাদানের তৈরি পোশাক, যেমন লেদার, রিবনে তৈরি পোশাকের সাথেও মানায়

মনোক্রোম্যাটিক ড্যাঙ্গেল পোশাক, মেকআপ এবং হেয়ারস্টাইলের সাথে এক সুরে মিশে যায়

লং লেইস ইয়াররিংস তৈরিতে ব্যবহার করা হয় লেইসের টুকরা। উষ্ণ আবহাওয়াতে এমন দুলে স্বস্তির নিশ্চিন্তি

ওভারসাইজড ফ্রিঞ্জ ইয়ার রিংসের আবেদন আছে এখনো। এক্সট্রা লং ফ্রিঞ্চ-ই এখানে মূল আকর্ষণ। এই ট্যাসেল দুল রেট্রো দিনের ছোঁয়া নিয়ে ফিরে এসেছে। মডার্ন লুকে কোমল স্পর্শ নিয়ে আসে।

 

 

লেখা: সারাহ্/অনলাইন ডেস্ক

ছবি: ইন্টারনেট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top