ঘরের বাইরে বেরুতে গেলেই প্রয়োজন পরে ব্যাগের। কত কিছু নিতে হয় সাথে, সেসবের জন্যে ব্যাগ চাই। সংগ্রহ অনেক বড় হলেও নিত্য দিন ব্যবহারে জন্যে একটি ব্যাগ নির্দিষ্ট করা প্রয়োজন হয়ে পরে। এর কারণ, সারা দিনের জন্যে যা যা প্রয়োজন হয়, সেসকল কিছু একটি জায়গাতে সব সময়ের জন্যে নিয়ে নিলে ঝক্কি কমে। চাবি, পার্স, পাওয়ার ব্যাংক, পানির বোতল, ওষুধ, বিউটি পাউচের স্থান সংকুলানে বেশ খানিকটা জায়গা লাগে। তাই ডেইলি ওয়্যারের মতো ডেইলি ক্যারিয়ার হিসেবে একটি ব্যাগ থাকে সবার-ই।
ভাইব্রান্ট, ইউনিক ডিজাইনের প্রতি আগ্রহ থাকে ব্যাগ প্রেমিদের, কিন্ত ক্লাসিক ডিজাইনের ব্ল্যাক ব্যাগ ‘সিমপ্লি স্টেইস ইন স্টাইল’। এসেছে, জয় করেছে, কিন্তু কখনোই হারিয়ে যায় নি। সরল নকশার পর্যাপ্ত জায়গা সম্পন্ন ব্যাগ হিসেবে টোট পরিচিতি পেয়েছে। ওয়ার্কিং উইমেনদের কাছে এর চাহিদা বেশি। বছর জুড়ে এই টোট থাকবে ট্রেন্ডি। বিভিন্ন শেড বাজারে আসলেও কালো টোট পছন্দের তালিকায় সবার উপরে থাকবে বলে ধারণা করা হয়। ইতোমধ্যে এই টোটে মন হারিয়েছে অনেকে। রিপিট কাস্টমারের পাশাপাশি নতুন ক্রেতাও বাড়আর সম্ভবনা রয়েছে বলে বিভিন্ন আর্টিকেল পড়ে জানা যায়।
ফ্যাশন স্টেটমেন্ট ব্ল্যাক টোট। সিজনলেস এর চাহিদা। যে কোন পরিবেশে মানিয়ে যায়। এর সাথে কোন রং জামা ভালো মানাবে ভাবতে হয় না। সব রং-এর সাথেই দারুণ পেয়ার আপ এর। ফুটওয়্যারের ক্ষেত্রেও ব্ল্যাক টোটের সাথে মিলিয়ে নেয়া তুলনামূলক সোজা। এর কারণ, প্রায় সবার-ই সংগ্রহে থাকে কালো জুতো । ব্যাগ-জুতার যুগলবন্ধি তাই সহজে সম্ভব। এসব কারনে সব বয়সীদের কাছেই গ্রহণযোগ্যতা আছে এই ব্যাগের।
ছবি: ইন্টারনেট
লেখা: সারাহ্/অনলাইন ডেস্ক