আজকের রাশি I ৭ অক্টোবর
মেষ
তীব্র আকুতির ফল মিলবে আজ। অপেক্ষার ফল মিষ্টিই হয়।
বৃষ
আপনার নিভৃতচারী সত্তাটি আজ নাড়া খাবে। ইতিবাচক কিছুই হবে।
মিথুন
প্রিয়জনের জন্য কাজের ক্ষেত্র বদল হতে পারে আজ।
কর্কট
ভিন্ন ব্যঞ্জনাময় একটি দিন কাটাতে যাচ্ছেন। বেশ ভালো যাবে।
সিংহ
টুকটাক ঝামেলা থাকলেও সবকিছু ছাপিয়ে দিন শেষে তৃপ্তিই মিলবে।
কন্যা
স্বপ্ন ও বাস্তবতার মাঝে একধরনের যোগসূত্র খুঁজে পাবেন আজ।
তুলা
জোর করে নিরপেক্ষ থাকার মধ্যে কোনো সার্থকতা নেই। যুক্তিভিত্তিক মতই কাম্য।
বৃশ্চিক
ব্যতিক্রমী একটি ব্যাপারে বেশ মজবেন। দারুণ লাগবে।
ধনু
ব্যবসায় বা কাজের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়তে পারে। তবে দূরদৃষ্টিসম্পন্ন হোন।
মকর
আপনার জীবনধারণের দর্শনটা নিজের কাছে স্পষ্ট হবে আজ।
কুম্ভ
মানসিক যন্ত্রণা বাড়াবে কোনো একটি বিষয়। তবে চিন্তা বাড়াবেন না।
মীন
ত্বরিত সিদ্ধান্ত নিতে হতে পারে আজ। মুনশিয়ানা দেখাবেনও।