ঈদ উপলক্ষে নতুন পোশাক প্রদর্শনী করেছে লা রিভ। ১২ মে যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় তলায় লা রিভ স্টোরে এটি অনুষ্ঠিত হয়। দেশীয় ঐতিহ্য ও আন্তর্জাতিক চলের সংমিশ্রণের এই পোশাক ব্র্যান্ডের কালেকশনে এবার যুক্ত হয়েছে নন্দনতত্বের প্রিন্টিংস, প্যাটার্নস, সিলোটিস ও স্টাইলসের সমন্বয়। সঙ্গে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস জানান, লা রিভ ঈদ ফেস্টিভ টেলস-২০১৮ হচ্ছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। প্রদর্শনীর বিভিন্ন পোশাক হলো মেয়েদের জন্য নতুন সংযোজন করা রিওয়ার্কড শার্টস, অ্যাসিম্যাট্রিক হেমলাইন টিউনিকস, ভিনটেজ স্টাইল টপস এবং বিভিন্ন লেয়ারিং ড্রেস। ছেলেদের নান্দনিক মোটিফ সমৃদ্ধ পাঞ্জাবি, চেক ও স্ট্রাইপের পাশাপাশি ডিজিটাল প্রিন্টের আরামদায়ক কাপড়ের ক্যাজুয়াল শার্ট ও গ্রাফিক শার্ট, পোলো শার্ট, ট্রপিক্যাল প্রিন্ট হ্যানলি, ডেনিমস, ডাই’ড চিনোস ফর ক্যাজুয়াল, অন্যান্য সুপার স্লিম বটমসসহ শিশুদের পোশাকও পাওয়া যাবে।
২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভের পোশাক পাওয়া যাবে ঢাকাসহ অন্যান্য বিভাগের আউটলেটগুলোতে। এ ছাড়া পণ্য পাওয়ার পর দাম পরিশোধের সুবিধার জন্য ক্যাশ অন ডেলিভারিতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও সব ধরনের পোশাক কিনতে পারবেন ক্রেতারা।